রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: ১০০ দিনের কাজসহ ১০ দফা দাবিতে আইন অমান্য আন্দোলনে বামপন্থী ক্ষেত মজুর ইউনিয়নের । ব্যারিকেডের টপকে যাওয়ার চেষ্টা পুলিশ বাধা ধস্তাধস্তি বামপন্থী কর্মীদের সাথে যদিও আইন মেনেই মোকামেলা করা সম্ভব হয়েছে। প্রসঙ্গত লাগাম ছাড়া লাগাম ছাড়া দুর্নীতির ফলে বন্ধ হয়ে গেছে ১০০ দিনের কাজ অবিলম্বে কেন্দ্র সরকারকে এর সঠিক তদন্ত করে ১০০ দিনের কাজ চালু করতে হবে, যাতে করে বাংলার গরীব মানুষ যারা বঞ্চিত হচ্ছে তারা যেন ১০০ দিনের কাজ পায় , কৃষকেদের ফসলের ন্যায্য মূল সহ ১০ দফা দাবির ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা কৃষান এবং ক্ষেত মজদুর ইউনিয়নের ডেপুটেশনকে ঘিরে ব্যাপক উত্তেজনা বহরমপুর শহরে।মঙ্গলবার দুপুরে বামপন্থী ইউনিয়নের তরফে মিছিল করে জেলাশাসকের অফিসের দিকে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশ সেই মিছিল টেক্সটাইল মোড়ে আটকে দেয়। গির্জার মোড় পার করে টেক্সটাইলের মোড়ের দিকে এগিয়ে আসছে। মিছিল করে এসে টেক্সটাইলের মোড়ে পুলিশের ব্যারিকেডের টপকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।বিশাল মিছিলের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে কর্মীদের। এরপরে টেক্সটাইল মোড়ে তারা বিক্ষোব অবস্থান করে। অপরদিকে পাঁচজনের সদস্য তাদের ডেপুটেশন জেলা শাসকের কাছে দিতে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct