সুব্রত রায়, কলকাতা, আপনজন: ১৮ জানুয়ারি দিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। মেলার উদ্যোক্তার দিনদের পক্ষ থেকে জানানো হয়েছে এবার প্রথম বই মেলা প্রাঙ্গনে একদিন বৃক্ষরোপণ কর্মসূচি রাখা হয়েছে। চট্টোপাধ্যায় জানান বই প্রকাশের ক্ষেত্রে আমাদের প্রচুর কাগজের প্রয়োজন হয় তাই এবার প্রথম বই মেলা প্রাঙ্গনে একদিন বৃক্ষরোপণ কর্মসূচি রাখা হয়েছে। তার দাবি এই উদ্যোগ এই প্রথম। বইমেলা প্রাঙ্গণে মোট ২০০ টি সিসিটিভি ক্যামেরা থাকছে। দমকল বিভাগের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ থাকছে। পার্কিং যাতে সঠিকভাবে হয় তার জন্য সরকারের পক্ষ থেকে কেএমডিএ ,নগরন্নয়ন দপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরকে চিঠি দিয়ে ছুটির দিনে তাদের অফিসের সামনে পার্কিং করার অনুমতি চাওয়া হয়েছে। একই সঙ্গে সল্টলেকের বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন হেঁটে বা অটো কিংবা টোটো তে মেলাতে আসেন। গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মেলার উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন ব্রিটিশ উপরাষ্ট্র দূত আলেক্স এলিস সিএমজি। বইমেলায় শিশু দিবস ও বলিষ্ঠ নাগরিক দিবস পালন হবে। একই সঙ্গে পালন হবে থিম কান্ট্রি দিবস। বই প্রেমিকদের জন্য আর ৪৮ ঘন্টা অপেক্ষা। তারপর শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বইমেলা । এই বছর বইপ্রেমিকদের জন্য নতুন ধরনের পুস্তক নিয়ে আসা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct