মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: শহর বর্ধমানের ঐতিহাসিক কার্জনগেটের সৌন্দর্যায়ন ফেরাতে তোরণে করা হয়েছে রং। নানা রঙ্গের আলোয় আলোকিত করতে তোরনের চারিদিকে লাগানো হয়েছে রং বেরঙের আলো।বসানো হয়েছে রাজা রানীর মূর্তি।সেই রাজার মূর্তিতে রাজার হাতে সিপিএমের পতাকা দেখে তাজ্জব হলেন গোটা শহরবাসী। পাশাপাশি এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা শহরে।এই দিকে রাজার হাতে সিপিএমের পতাকার বিষয়ে তরজা শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহলে। সিপিএমের জেলা সম্পাদক মন্ডলির সদস্য অপূর্ব চ্যাটার্জী বলেন ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর এমন দৈন দশা আসেনি যে কোন একটা মূর্তির মধ্যে এই ধরনের পতাকা লাগাতে হবে। হয় কোন পাগল বা কেউ ইচ্ছাকৃতভাবে এটা করেছে। আমি মনে করি না যে এটার কোন গুরুত্ব আছে। ইচ্ছা করে কমিউনিস্ট পার্টিকে হেয় করতে চাইছে।কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টিকে এইভাবে হেয়ো করা যায় না।বিজেপির ২ নং নগর মন্ডলির সভাপতি দিবেন্দু চক্রবর্তী বলেন
সিপিএম কংগ্রেস ভারতবর্ষের অস্তিত্বহীন হয়ে গেছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এই জন্য ওরা নিজেদের অস্তিত্ব মানুষ কাছে জানান দেবার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ৩৪ বছর বাংলাটাকে ভেঙেছে। বাংলার শিল্প ভেঙেছে। সেই ধারাবাহিকতা রেখেই এখনো এইভাবে এগিয়ে চলতে চাইছে। চৌত্রিশ বছরের। রাজনীতি মানুষ ভুলে যায়নি আরো ৩৪ বছর মনে রাখবে। প্রদেশ কংগ্রেস সদস্য গৌরব সমাদ্দার বলেন এই ধরনের জিনিস না হওয়াই উচিত।শহরে যে সমস্ত স্থাপত্যে আছে।সেই সকল স্থাপত্যে কোনরকম রাজনৈতিক রঙ না লাগানোই উচিত। সেটা যে করুক না কেন। যেটা হয়েছে ঠিক হয়নি। এটা যারা লাগিয়েছে ভুল করছে। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ইন্তিকাব আলম বলেন আসলে একটা দল দেউলিয়া হয়ে গেছে। বামপন্থীদের নীতিবোধ বলতে কিছু নেই। তাদের কাছে সেরকম কোন কর্মী ও নেই। কোথায় কোন জায়গায় ফ্লাগটা লাগাতে হবে সেই কর্মীও নেই।সেই জন্য কিছু অশিক্ষিত কর্মীরাই ঘটনা ঘটিয়েছে।যদি পুনরায় এই ধরনের কোন ঘটনা ঘটে তাবে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবো। মনোতোষ সরকার এটা উচিত হয়নি। এতে পলিটিক্যাল পার্টির সম্পর্কে বাজে ধারণা সৃষ্টি হবে। রাজার সাথে কোন দলীয় পতাকা দেখে একটা বাজে বিরক্তি এবং ঘৃণাবোধ মনে হচ্ছে। খুব খারাপ লাগছে নিজের প্রতি। কমল ঘোষ মন্ডল বলেন আমাদের রুচি টা কোথায় পৌঁছে যাচ্ছে। আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি। এর থেকে প্রমাণিত হয় যে আমরা ক্রমশ অধঃপতনে পৌঁছেছি। আমাদের বেসিক কালচার টাই নষ্ট হয়ে যায়। এই জিনিসটা না হলে ভালো হয়। এই জিনিসটা কোন রকমেই কাম্য নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct