আপনজন ডেস্ক: পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের দায়ে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। একইসঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকেও প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, পাকিস্তান ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে ইরানে অবস্থান করছেন; তিনি আপাতত ফিরছেন না।তেহরান আকাশসীমার অপ্রীতিকর লঙ্ঘন করায় দুই দেশের মাঝে চলমান অথবা পরিকল্পিত উচ্চ-পর্যায়ের সব ধরনের সফরও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মুমতাজ জাহরা বালোচ। এর আগে, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্থানীয় জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।এই হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশের মাঝে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। হামলার পরপরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র প্রতিবাদ এবং এই ঘটনা ‘‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’’ বলে হুঁশিয়ারি দেয়।বেলুচিস্তানের কোন এলাকায় ইরান হামলা চালিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু না জানালেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বেলুচিস্তানের সীমান্ত লাগোয়া পাঞ্জগুর শহরে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, ইরানের হামলার কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের কোহ-সাবজ (সবুজ পর্বত) নামে পরিচিত একটি অঞ্চল। পাকিস্তানের ‘জইশ আল-ধুলম (জইশ আল-আদল) জঙ্গি গোষ্ঠীর দুটি প্রধান ঘাঁটি’ বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে ঘাঁটি দুটি ধ্বংস করতে সক্ষম হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct