নিজস্ব প্রতিবেদক, মহিষাদল, আপনজন: সোমবার রাত্রি প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বাড়অমৃতবেড়িয়া গ্রামের বেলতলার সন্নিকটে রূপনারায়ণ নদীর জলে নৌকা চালাতে গিয়ে মাঝি নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ মাঝির নাম শিবরঞ্জন ভৌমিক (৩১)।বাড়ি বাড় অমৃতবেড়িয়া গ্রামের পূর্বপল্লিতে। নিখোঁজ হওয়া শিবরঞ্জন ভৌমিকের বাবা অভিরাম ভৌমিক সাংবাদিকদের বলেন গত রাত্রিতে আমার ছেলে আর একজন উত্তম ভৌমিক দুজনেই মিলে নৌকাকে রূপনারায়ন নদীর জলে ভাসান দিতে গিয়েছিল।কারণ নৌকাটি নিয়ে ওরা জল পথে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাক,ইট ভাটা গুলি থেকে ইট বুঝাই করে নিয়ে আসে। পেটের টানে এই কাজ করে গতকাল থেকে বাড়ি ফিরেনি আমার ছেলে কি? কারনে তা জানিনা। স্থানীয় সূত্রে জানা যায়,নৌকাটিকে ভাসান দেওয়ার সময় রূপনারায়ণ নদের জোয়ারের জলের স্রোত তীব্র গতিতে ছিল। হঠাৎ নৌকার মাঝি শিবরঞ্জন ভৌমিক নোঙ্গর করতে গিয়ে কাঁছি সহ (দড়ি পাকানো)অবস্থা জড়িয়ে নদীর জলে পড়ে যায়।পড়ে যাওয়ার পর থেকেই আর সে উঠতে পারে বলে জানিয়েছেন নৌকাতে থাকা হেলপার উত্তম ভৌমিক।কিন্তু গতকাল রাত্রিতে কি কারনে দুজন নৌকাটি নিয়ে রূপনারায়ণ নদীর জলে ভাসান দিতে গিয়েছিল। তার সঠিক উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায় না।এই দুর্ঘটনার খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ প্রশাসন গাড়ি নিয়ে নিখোঁজ হওয়া মাঝির বাড়িতে উপস্থিত হন।হেলপার উত্তম ভৌমিককে জিজ্ঞাসাবাদ করার জন্য গাড়িতে করে থানায় নিয়ে যায়।রাত্রিতে অনেক নৌকা বেআইনিভাবে রূপনারায়ণের নদের চর থেকে সাদা বালি কাটতে যায়,তবে গত রাত্রিতে কি কারণে রূপনারায়ণ নদীর জলে ছিল। তা জানা যাচ্ছে না।গতকাল রাত্রির দুর্ঘটনার সঠিক তথ্য পুলিশি বার করতে পারবে তদন্ত করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct