অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর হাসপাতালে একাধিক নতুন পরিষেবা শুরু হতে চলেছে। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে একথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুদীপ দাস, বালুরঘাট সদর হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ সহ আরো অনেকে। জানাগিয়েছে, বালুরঘাট হাসপাতালে এমআরআই কিয়স্ক, এডমিনিস্ট্রেটিভ ও টিবি বিল্ডিং সহ একগুচ্ছ স্কিম চালু হতে চলেছে। পাশাপাশি, একই ধরনের পরিষেবা চালু হতে চলেছে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালেও। রোগীদের উন্নত পরিষেবা দিতে তৎপর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। সে কারণেই একগুচ্ছ নতুন প্রকল্পের শুভ সূচনা হতে চলেছে জেলা সদর ও মহাকুমা হাসপাতালে।এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, “বালুরঘাট হাসপাতালে টিবি রোগী যারা ভর্তি আছেন, তাদের জন্য দশ বেডের একটি পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ চিকিৎসায় যারা সেরে উঠতে পারেন না, তাদের জন্য বিশেষ ওষুধ ব্যবহার করে সুস্থ করে তুলবার জন্য এই বিশেষ উদ্যোগ। বালুরঘাট সদর হাসপাতালে এই প্রথম এই ধরনের ব্যবস্থা শুরু করা হচ্ছে। পাশাপাশি আগামী দিনে এখানে একটি লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হবে। আমরা লক্ষ্য করছি দক্ষিণ দিনাজপুর জেলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি দিন দিন যথেষ্ট চোখে পড়ার মতো উন্নত হয়ে উঠছে। এখন বালুরঘাটে এমআরআই, সিটি স্ক্যান এর মতো নানা পরিষেবা রোগীকে দেয়া হচ্ছে। আরো হয়তো উন্নতি করতে হবে আমাদের। তবে বালুরঘাট হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় উন্নতি অনেকটাই হয়েছে।”অন্যদিকে, এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস জানান, “যক্ষ্মা রোগকে আমরা টিউবার্কিউলোসিস্ বলে থাকি। এক সময় একে রাজার অসুখ বলা হত। তার একটি বড় কারণ ছিল ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস। যেটা নানা কারণে বর্তমানে বাড়ছে। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কোন জেলা হাসপাতালে আমরা ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস ওয়ার্ড চালু করতে পারলাম। জেলাবাসীর চিকিৎসার জন্য এরকম ধরনের একটি পরিষেবা উপহার দিতে পেরে আমরা খুবই খুশি।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct