আজিজুর রহমান, গলসি, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় ১৪ তম রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস মিট (১৫-১৭)ই জানুয়ারি মালদা ও মুর্শিদাবাদ জেলায় সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো। সোমবার খেলার উদ্ধোধন হয়েছিল মালদার ডিএসএ ক্রীড়াঙ্গনে। অসাধারণ উপস্থাপনা মাদ্রাসার শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা মুগ্ধ হয়েছিল। বুধবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহাকুমার আহিরোন ব্যারেজ লাগোয়া মাঠে ২০২৩-২৪ মাদ্রাসা ক্রীড়ার পরিসমাপ্তি ঘটে।রাজ্যের সবকটি জেলার অংশগ্রহণে ক্রীড়াবীদদের মধ্যে অসাধারণ খেলোয়াড় সুলভ আচরণ নজরকাড়ে সকলের।সামগ্ৰিক ভাবে দঃ ২৪ পরগনা জেলা চ্যাম্পিয়ন হিসাবে পরিগণিত হয়। কনকনে ঠান্ডায় ক্রীড়াবিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি মার্চ পাস্টে অংশগ্রহণ ও রাজ্য ক্রীড়া পতাকা এবং জাতীয় পতাকা অবনমনের অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন,রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জমান, মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন, রাজ্য মাদ্রাসা ক্রীড়া কমিটির জয়েন্ট কনভেনার তথা উঃ ২৪ পরগনা জেলা ক্রীড়া কমিটির চিফ প্যাট্রন, উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রা, পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা সংখ্যালঘু আধিকারিক রেনুকা খাতুন, মাদ্রাসা বোর্ড সদস্য মোজাফফর হোসেন, হাজী আনসার আলী,মনিরুল মোল্লা, নুরুল হক, মনিরুদ্দিন খান, আইনুল বারী, মুস্তাফিজুর রহমান, আল বিরুনী মামুন, মোবিন হোসেন, ইয়াদুল হক চৌধুরী, জামিরুল ইসলাম, রাজা বিশ্বাস, আলমগীর হোসেন, সুমাইয়া খাতুন, মজিবর রহমান,বাবুলা সরদার, মাসুম হোসেন, আব্দুর সাকির,নামদার শেখ, আব্দুল বাতেন আলি, ওসমান গনি,সাহাবুদ্দিন চৌধুরী, মানস মন্ডল, আব্দুল খালেক খান, অমিত মন্ডল, আব্দুল লাহিল মামুন, মোমতাজুল হক বৈদ্য, বিকাশ সাহা, প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct