আপনজন ডেস্ক: সবাই জানেন, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। যার পূর্বাভাস পাওয়ার তেমন কোনও প্রযুক্তি আমাদের হাতে নেই।তবে বিভিন্ন গবেষণা এবং পর্যবেক্ষণ থেকে কিছু পূর্বাভাস দেওয়ার চেষ্টা করা হয়। স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ রয়েছে যা ভূমিকম্পের মুহূর্তে বা কিছু আগে ব্যবহারকারীকে সতর্ক করার চেষ্টা করে। তবে এবার থেকে অ্যাপ ছাড়াও অ্যান্ড্রয়েড ও আইফোনের নিজস্ব ফিচারও রয়েছে একটি বিশেষ সুবিধা, যা ব্যবহারকারীকে সতর্ক করে। এই অ্যালার্ট অ্যান্ড্রয়েডে চালু করতে হলে মাথায় রাখতে হবে, আপনার ফোনে অ্যান্ড্রয়েড-৫ বা তার উপরের সংস্করণ থাকতে হবে। ফিচারটি চালু থাকতে অবশ্যই সেলুলার বা ওয়াইফাই নেট চালু থাকতে হবে।এছাড়া ফোনের লোকেশান চালু রাখতে হবে।এগুলো চালুর পরে ফোনের সেটিংসে গিয়ে সেফটি অ্যান্ড এমারজেন্সি অপশনে যেতে হবে। সরাসরি না পেলে সার্চ থেকে সেফটি লিখলেই চলে আসবে। সেখানে আর্থকোয়েক অ্যালার্ট অপশনটি চালু করে দিতে হবে। সেই অপশনটির নিচে পারমিশন অপশন থাকতে পারে। সেখানে গিয়ে সব পারমিশন চালু করে দিতে হবে।ভূমিকম্প অ্যালার্ট আইফোনে চালু করার নিয়ম। এমনিতেই আবহাওয়া দফতরের তথ্যের ওপর ভিত্তি করে ভূমিকম্প অ্যালার্ট পাঠিয়ে থাকে অ্যাপল। সেটি পাওয়ার জন্য আইফোনের সেটিংসে গিয়ে সেখানে নোটিফিকেশন অপশানে ট্যাপ করতে হবে।সেখানে ইমার্জেন্সি অ্যালার্ট চালু করে দিতে হবে। ইমার্জেন্সি অ্যালার্ট পাওয়া না গেলে গভর্মেন্ট অ্যালার্টের সবগুলো অপশন চালু করে দিতে হবে। এর পর থেকে ভূমিকম্প হলে আপনি জানতে পারবেন ফোনের মাধ্যমে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct