নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: পানীয় জলের সমস্যায় ভুগছেন বালি পুরসভা এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। বালি পুরসভা এলাকায় পানীয় জল সরবরাহের জন্য কেএমডিএ এর তত্ত্বাবধানে থাকা পাম্পিং স্টেশনের পাম্প খারাপ হাওয়ায় ব্যাপক জলকষ্টের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। কলকাতা, উত্তরপাড়া ও হাওড়া পুরসভা থেকে জলের ট্যাঙ্ক দিয়ে জল সরবরাহ করা হচ্ছে। কয়েকদিন ধরে বালি পুরসভার বিএসই গ্রাউন্ড, লালা বস্তি, জঙ্গি সিংহ গলি সহ বালি ও বেলুড়ের বিস্তীর্ণ এলাকায় এই সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা স্বপ্না পাত্র বলেন, টিউবওয়েল থেকে জল নিয়ে এসে কাজ করা হচ্ছে। স্নানের জন্য গঙ্গায় যেতে হচ্ছে। খাবার জল অনেকে কিনে খাচ্ছেন। গত কয়েকদিন ধরে এই সমস্যা হচ্ছে। আরেক স্থানীয় বাসিন্দা দেবীকা হালদার বলেন, এখানে জল আসছে না। পানীয় জলের জন্য মারামারি হচ্ছে। টিউবওয়েলের জলে সমস্ত কাজ হচ্ছে। আমাদের এখানে কোনও পানীয় জল আসছে না। ভাগ্য দাস নামের আরেক বাসিন্দা বলেন, এখন আমরা পানীয় জলের সমস্যায় ভুগছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct