আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য অ্যারিজোনায় হট এয়ার বেলুন বিধ্বস্তে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। গত রোববার অঙ্গরাজ্যটির ইলয় শহরের মরুভূমিতে এ দুর্ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেলুনটি বিধ্বস্ত হওয়ার আগে সেটিতে থাকা অন্য আট স্কাইডাইভার লাফ দিয়ে বেঁচে ফিরেছেন। ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘কুবিসেক বিবি ৮৫ জেড’ নামের বেলুনটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এনটিএসবি জানিয়েছে, ঘটনাস্থলে প্রাথমিক পরিদর্শনে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। বেলুন ও এর ঝুড়ি অনেকটাই অক্ষত ছিল। বিষয়টি খতিয়ে দেখার জন্য ফ্লাইটের তথ্য থাকা বৈদ্যুতিক যন্ত্র ও একটি ভিডিও ক্যামেরা ওয়াশিংটনে এনটিএসবির সদর দপ্তরে পাঠানো হয়েছে। ইলয় পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনায় পড়ার আগে স্কাইডাইভাররা তাঁদের এ স্কাইডাইভিং সফলভাবে শেষ করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct