আপনজন ডেস্ক: গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তাদের ওপর হামলার ঘটনার তদন্তের জন্য সিবিআই ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে ন্যাজাট থানার আধিকারিকরা এই তদন্ত কমিটিতে থাকবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন যে তদন্তটি তাদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে এবং এসআইটি মামলার পরবর্তী শুনানির তারিখ ১২ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে। সিবিআইয়ের আইনজীবী এই হামলার তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তরের আবেদন জানিয়ে দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তের উপর কেন্দ্রীয় এজেন্সির আস্থা নেই।বৃহস্পতিবারের মধ্যে সিবিআইয়ের এসপি পদমর্যাদার একজন অফিসার এবং ইসলামপুর পুলিশ জেলার এসপি জসপ্রীত সিং যৌথভাবে এসআইটির নেতৃত্ব দেবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে রেশন বণ্টন কেলেঙ্কারির ঘটনায় অর্থ লেনদেনের তদন্তে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাট থানার সরবেড়িয়া গ্রামে শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা।সেই হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আহত না হলেও ৩ ইডি আধিকারিক জখম হন। তাদের বেসরকারি হাসপাতালেও ভর্তি করাতে হয়। পরে ইডি’র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, গ্রামবাসীরা তাদের অফিসারদের খুন করার চেষ্টা করেছিল। এই ঘটনার পরেই হাইকোর্টে দায়ের হয় মামলা। এদিন সেই মামলার রায়দান করল বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চ। সূত্রের খবর, বিচারপতি এই মামলার শুনানিতে বলেন, যিনি লাদেনের মত অডিও বার্তা দিচ্ছেন তিনি এখনও কেন অধরা।হামলায় আহত তিন ইডি কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা দরকার। শাহজাহানকে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে বিবেচনা করছে ইডি, যাকে এই কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শঙ্কর আঢ্যর বাড়িতে হানা দিয়ে ইডি তাকে গ্রেফতার করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct