হাশিম আলি, গুয়াহাটি, আপনজন: আসাম পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন (সিসিই) ২০২২-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে বুধবার। এপিএসসি সব মিলিয়ে ৮৬ জন প্রার্থীর নাম সুপারিশ করেছে অসম সিভিল সার্ভিসের জন্য। তাদের মধ্যে সাধারণ ক্যাটেগরিতেই প্রথম হয়েছেন রসিকা ইসলাম। এই ৮৬ জনের মধ্যে স্থান পেয়েছেন সাতজন মুসলিমও। অসম সিভিল সার্ভিসে প্রথম রসিকা ইসলামের বাড়ি আসামের ধুবড়ি জেলার গৌরীপুরের মাটিবাগে। রসিকা ইসলাম এর আগেও আসাম পাবলিক সার্ভিস কমিশন সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উন্নীত হযেছিলেন। বর্তমানে ২০২১ সাল থেকে সেলস ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন রসিকা ইসলাম। এপিএসসি পরীক্ষায় রসিকা ইসলাম শীর্ষ স্থান অধিকার করে অসমের ইতিহাসে এক অনন্য কৃতিত্বের অধিকারী হলেন। রসিকার প্রথম হওয়ার খবরে ধুবড়ি জেলার গৌরীপুর শহরে মাটিবাগ গ্রামে এখন উৎসবের মেজাজ। এদিন আসাম পুলিশ সার্ভিসের (এপিএস) জন্য এপিএসসি মোট ৬৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রথম হয়েছেন রোহিত চৌধুরী। অসম পুলিশ সার্ভিসে যে ৬৫ জন উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে মুসলিমের সংখ্যা ৪। এদের মধ্যে রুবিনা বেগম নামে এক মহিলাও আছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct