চন্দনা বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর, আপনজন: শেষ হল এবছরের গঙ্গা সাগর মেলা। এবছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক মানুষের ভিড় প্রশাসনের হিসাবে।মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ এসেছেন গঙ্গাসাগর মেলায় এদিন পর্যন্ত।এই গঙ্গাসাগর মেলাতে দেশ বিদেশ তথা রাজ্য বহু মানুষ এসেছিল পৌষ সংক্রান্তির পূর্ণ তিথিতে স্নান করে কপিলমনির মন্দিরে পুজো দিয়ে ফিরে গিয়েছে বহু তীর্থযাত্রী। সরকারি রিপোর্ট অনুযায়ী এ বছর মেলা তে সব রেকর্ড সংখ্যক মানুষ এসেছে, যা প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষ এ বছর গঙ্গাসাগর মেলায় এসেছেন। আলো থেকে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সিসিটিভি ক্যামেরা, এয়ার অ্যাম্বুলেন্স, ক্লোজগার্ডের নিরাপত্তায় কোনরকম খামতি রাখেনি জেলা ও রাজ্য প্রশাসন।
যদিও এত সংখ্যক মানুষ এ বছর গঙ্গাসাগর মেলাতে এসেছেন তার মধ্যে তাদের আত্মীয়দের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যা সরকারি পরিসংখ্যান অনুযায়ী ১৩ হাজার ৬৭২ জন। পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ ১৩ হাজার ৬৫১ জন মানুষকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। জেলা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে এ বছর গঙ্গাসাগর মেলায় উত্তর প্রদেশ বিহার এবং হরিয়ানা থেকে বেশি সংখ্যক মানুষ এ বছর গঙ্গাসাগর মেলায় এসেছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলায় আগত সমস্ত তীর্থযাত্রীদের মেলাতে আসার জন্য অভিনন্দন জানিয়েছে এবং আগামী বছর যাতে মেলাতে আবারও আসে তার জন্য আমন্ত্রণ করেছেন রাজ্যের ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।মোটের ওপর এবছর গঙ্গাসাগর মেলায় কয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়া শান্তি পূর্ণ ভাবে মিটেছে গঙ্গাসাগর মেলা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct