আপনজন ডেস্ক: আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেনেগাল। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ শিরোপার মালিক ক্যামেরুন। দুই সাবেক চ্যাম্পিয়নদের ২০২৪ আফকন মিশন শুরু হয়েছে সোমবার রাতে। সেনেগাল বড় জয়ে মিশন শুরু করলেও হোঁচট খেয়েছে ক্যামেরুন। আইভরি কোস্টের চার্লস কোনান ব্যানি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে গাম্বিয়াকে ৩-০ গোলে হারায় সেনেগালিজরা। একই ভেন্যুতে গ্রুপটির আরেক ম্যাচে গিনির সঙ্গে ১-১ গোলে ড্র করে হার এড়ায় ক্যামেরুনিয়ানরা। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সেনেগাল। অধিনায়ক সাদিও মানের অ্যাসিস্টে গোলটি করেন অলিম্পিক মার্শেই মিডফিল্ডার পাপে গুয়ে। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যাওয়া আলিও সিসের দল দ্বিতীয়ার্ধে পায় আরো দুই গোল। ৫২ এবং ৮৬তম মিনিটে দুটি গোলই করেন লিগ ওয়ান ক্লাব মেটজের তরুণ মিডফিল্ডার লামিনে চামারা। ম্যাচজুড়ে আধিপত্য দেখায় সেনেগাল। ৬৬ শতাংশ বল দখলে রেখে ১২টি শটের ৫টি লক্ষ্যে রাখে আলিও সিসের দল। বিপরীতে ৩৪ শতাংশ বল দখলে রাখা গাম্বিয়া ১০টি শটের ২টি লক্ষ্যে রাখে। দলের পারফরম্যান্সে খুশি সেনেগাল কোচ সিসে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ছেলেদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। আইভরি কোস্টের কঠিন কন্ডিশনে এমন দুর্দান্ত খেলা আসলে দারুণ। আমরা আমাদের কাজটা চালিয়ে যাব। কিছু জায়গায় উন্নতি করতে হবে। সব মিলিয়ে এই জয়ে খুশি আমি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct