আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেছেন, তিনি অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতা অনুষ্ঠানের মধ্যে ২২ জানুয়ারি কলকাতায় সমস্ত ধর্মের মানুষের সাথে ‘সম্প্রীতির জন্য পদযাত্রার নেতৃত্ব দেবেন।ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কালীঘাট মন্দিরে দেবী কালীর পুজো দিয়ে দক্ষিণ কলকাতার হাজরা ক্রসিং থেকে শোভাযাত্রা শুরু করবেন তিনি।তিনি বলেন, ‘২২ জানুয়ারি আমি কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেব। এরপর আমি সব ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি মিছিলে অংশ নেব। এর সঙ্গে অন্য কোনও কর্মসূচির কোনও সম্পর্ক নেই,” রাজ্য সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন। তিনি বলেন, ‘আমাকে বিভিন্ন মন্দির নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আমার এই নিয়ে কোনও কিছু বলার নেই। আমি বার বার বলি ধর্ম যার যার উৎসব সবার। ২২ জানুয়ারি আমি নিজে একটি মিছিল করব। প্রথমে আমি নিজে কালী মন্দিরে যাব। ওখানে সবাই যাবে না। আমি কালীঘাটে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করব। তৃণমূল আয়োজিত ওই সির্ব ধর্ম সমন্বয়ের মিছিল মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সহ বিভিন্ন ধর্মের উপাসনালয়গুলি অতিক্রম করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে শেষ হবে।রাজ্যের সমস্ত জেলায় একই ধরনের সমাবেশ করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছিলেন যে ‘প্রাণ প্রতিষ্ঠা’ বা পবিত্রতা রাজনীতিবিদদের কাজ নয়, পুরোহিতদের কাজ। তিনি বলেন, ‘প্রাণ প্রতিষ্ঠা’ করা আমাদের কাজ নয়। এটা পুরোহিতদের কাজ। আমাদের কাজ হচ্ছে অবকাঠামো তৈরি করা। এদিন আবারও মমতা নিজের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরেন সাংবাদিকদের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে এক পয়সাও মাইনে নিই না। সাত সাতবার সাংসদ হলেও তার ভাতা বা পেনশন নিই না। এমনকী কোথাও গিয়ে সরকারি গেস্ট হাউজ়ে থাকলে সেখানেও নিজের থেকে ভাড়া মেটাই। এমনকী খাবার খরচও নিজের পকেট থেকে দেই। আ তিনি যে বিলাসবহুল জীবনযাপন করেন না তা বোঝাতে বলেন, আমি এক বেলা খাই না, আর এক বেলা খাই। তাও ভাত খাই না, রুটিও খাই না। আমার একটা শোয়ার বিছানা আছে, এর জন্য আমি গর্বিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct