আপনজন ডেস্ক: ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনে, রাহুল গান্ধী ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা তীব্র করেছেন। নাগাল্যান্ডের কোহিমায় এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি বলেন, এই যাত্রার উদ্দেশ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচারকে সমর্থন করা।রাহুল বলেন, গত বছর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আমাদের ভারত জোড়ো যাত্রা অত্যন্ত সফল প্রমাণিত হয়েছিল। এটি ভারতের জনগণকে ঐক্যবদ্ধ করেছিল, রাজনৈতিক আখ্যান পরিবর্তন করেছিল এবং বিজেপির বিভাজনমূলক মনোভাবের জবাব দিয়েছে। তিনি জানান, মর্মান্তিক ঘটনা, প্রাণহানি এবং সহিংসতার কারণে এবার আমরা মণিপুরকে বেছে নিয়েছি। এটা হতাশাজনক যে প্রধানমন্ত্রী রাজ্য সফর করেননি, যা দুঃখজনক এবং লজ্জাজনক।রাহুল জোর দিয়ে বলেন, প্রথমবারের মতো ভারতের কোনও রাজ্যে কয়েক মাস ধরে সহিংসতা চলছে, তবুও প্রধানমন্ত্রী সফর করেননি।অযোধ্যায় ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠানের অনুষ্ঠান প্রসঙ্গে রাহুল কংগ্রেসের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আরএসএস এবং বিজেপি ২২ জানুয়ারির অনুষ্ঠানকে নরেন্দ্র মোদির রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করেছে।তিনি বলেন, ২২ জানুয়ারির কর্মসূচি রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে। শীর্ষ হিন্দু ধর্শীয় নেতারা জানিয়েছেন, তারা এই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। আরএসএস-বিজেপি ২২ জানুয়ারির কর্মসূচিকে নির্বাচনী রং দিয়েছে, তাই কংগ্রেস সভাপতি সেখানে যেতে অস্বীকার করেছিলেন। তবে, ধর্মের ক্ষেত্রে আমরা সব ধর্মের সঙ্গে আছি। বিজেপি জোটের শরিকদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে সবকিছু ঠিক ঠাক আছে। আসন ভাগাভাগির বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করা হচ্ছে। আমরা একসঙ্গে সব সমস্যার সমাধান করতে পারি। ইন্ডিয়া জোট কার্যকরভাবে বিজেপিকে চ্যালেঞ্জ করছে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের জন্য প্রস্তুত।সোমবার সন্ধ্যায় তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা রাজ্য অতিক্রম করে নাগাল্যান্ডে প্রবেশ করায় রাহুল মণিপুরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কংগ্রেস সাংসদ আজ সকালে কোহিমায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন।ভারত জোদো ন্যায় পদযাত্রা ১৫টি রাজ্যের ১০০টি লোকসভা কেন্দ্র অতিক্রম করে ৬,৭১৩ কিলোমিটার পথ অতিক্রম করবে। মুম্বাইয়ে শেষ হবে ২০ বা ২১ মার্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct