আপনজন ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপি মসজিদের ‘ওজুখানা’র পুরো এলাকা পরিষ্কার করার নির্দেশ চেয়ে হিন্দু মহিলা আবেদনকারীদের করা আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।‘ওজুখানা’ হল জলাধার যেখানে মুসল্লিরা নামাজ পড়ার আগে অজু করেন। সুপ্রিম কোর্টে হিন্দু মহিলাদের আবেদনে ট্যাঙ্কে মৃত মাছের উপস্থিতি তুলে ধরা হয়েছে এবং আশেপাশের দুর্বল স্বাস্থ্যবিধি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আবেদনকারীদের আবেদন খতিয়ে দেখে বলেছে, বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেট ও তার প্রশাসনের তত্ত্বাবধানে ওজুখানা এলাকা পরিষ্কার করা হবে।উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় দুই বছর ধরে জলের ট্যাঙ্কটি সিল করে রাখা হয়েছে। ওজুখানা এমন একটি এলাকা, যেখানে মুসল্লিরা নামাজ পড়ার আগে আচার-অনুষ্ঠান ও অজু করেন। এদিন ের শুনানি চলাকালীন জ্ঞানবাপি মসজিদ ম্যানেজমেন্ট কমিটি পুরো ওজুখানা এলাকা পরিষ্কার করার হিন্দু মহিলাদের আবেদনের বিরোধিতা করেনি। এতে বলা হয়, এটি পানির ট্যাংক পরিষ্কার করতে সহায়তা করে।হিন্দু মহিলাদের আবেদনে বলা হয়েছিল যে যেহেতু শিবলিঙ্গ বিদ্যমান, যা হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এবং সমস্ত ময়লা, ময়লা, মৃত প্রাণী ইত্যাদি থেকে দূরে রাখা উচিত। সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ১০ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে জলের ট্যাঙ্কের মাছগুলি মারা যেতে পারে বলে মনে করা হচ্ছে এবং সেই কারণে ট্যাঙ্ক থেকে খুব দুর্গন্ধ আসছে।আবেদনে বলা হয়েছে, “এই সমস্ত এলাকা অবশ্যই পরিষ্কার অবস্থায় থাকতে হবে এবং এলাকাটি (ওজুখানা) বর্তমানে মৃত মাছের মাঝখানে রয়েছে যা ভগবান শিবের ভক্তদের অনুভূতিতে আঘাত করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct