আসিফ রনি, নবগ্রাম, আপনজন: জাতীয় সড়কে পথ দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে শুরু হল ‘রোড সেফটি মান্থ প্রোগ্রাম’। তার এই অংশ হিসেবে শিবপুর টোল প্লাজায় শুরুর মাধ্যমে এ কর্মসূচির শুভ সুচনা হল। পথ সচেতনতারও পাঠ দেওয়া হল ছাত্র-ছাত্রীদের। বর্তমান সময়ে পথ দুর্ঘটনা বেড়ে চলেছে। তাই প্রশাসনের পাশাপাশি জাতীয় সড়কে পথদুর্ঘটনা এড়াতে ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রোড সেফটি মান্থ পোগ্রাম। বহরমপুর ফারাক্কা রুটে ৩৪ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে শিবপুর টোল প্লাজায় সোমবার তারই আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো। এবং ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জায়গায় চলবে এই প্রোগ্রাম। জানা যায় এদিনের কর্মসূচি উপলক্ষে এদিন শিবপুর টোল প্লাজায় সেফ ড্রাইভ সেভ লাইফ সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়ে গাড়ি চালক সহ সাধারণ মানুষকে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন শিবপুর টোল প্লাজার আধিকারিকগনসহ ৩৪ নম্বর জাতীয় সড়কের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct