সম্প্রীতি মোল্লা, মঙ্গলকোট, আপনজন: রবিারপূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোটের পালিশ গ্রামে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হইল । অনুষ্ঠানটি আয়োজন করেন সমাজ বার্তা সংবাদপত্রর সম্পাদক মোঃ মোস্তফা সেখ ও কবির দরবার সাহিত্য পত্রিকার সম্পাদক সেখ নুরুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের কুমুদ রঞ্জন মল্লিক এর শিষ্য কবি বংশী গোপাল মন্ডল , বিশিষ্ট সমাজসেবী বর্ধমান জেলার জমিয়ত আহলে হাদীসের সভাপতি ডাক্তার শাহজামাল , ভাতার মঙ্গলকোটের বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম , পালিশগ্রাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইনসান সাহেব ও গ্রামের বাস স্ট্যান্ড জুম্মা মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান , পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হতে আগত কবি সাহিত্যিকগণ । এছাড়াও এলাকার নবীন ও প্রবীণ গুণীজনেরা এই সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিশিষ্ট সমাজসেবি মোজাম্মেল হক। সভায় মূলত বিশেষভাবে আলোচনা হল বর্তমান সাহিত্য চর্চার মাধ্যমে কিভাবে যুব সম্প্রদায়কে মুল লক্ষ্যে ফিরিয়ে আনতে হবে, ,যুব সমাজ বেশি ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct