বিশেষ প্রতিবেদক, মালদা, আপনজন: মালদা বইমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী দিদ্দিকুল্লাহ চৌধুরি। গত ৮ জানুয়ারি তাঁর হাত ধরেই ৩৫তম বইমেলার সূচনা হয়। সোমবার তিনিই আবার বইমেলার সমাপ্তি ঘোষণা করেন। সমাপ্তি অনুষ্ঠানে সিদ্দিকুল্লাহ বলেন, বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে বই উপহার দেওয়ার রেওয়াজ ফিরিয়ে আনার ব্যাপারে বলেন, ‘এখন বই উপহার দেওয়ার রেওয়াজ নেই বললেই চলে। বিয়ের বাড়িতে কেউ আর বই উপহার দেন না। কিন্তু আমাদের বুঝতে হবে, সবথেকে মূল্যবান উপহার হচ্ছে বই। অন্যান্য সব উপহার নষ্ট হয়ে যাবে, কিন্তু বই থেকে যাবে। তাই বই উপহার দেওয়ার প্রবণতা আমাদের বাড়াতে হবে।’ সোমবার ছিল ৩৫ তম বইমেলার শেষ দিন। এদিন সমাপ্তি অনুষ্ঠানে গ্রন্থাগার মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন আরেক মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক রহিম বক্সি, সমর মুখার্জি, চন্দনা সরকার প্রমুখ। মন্ত্রীর হাত ধরে এদিন একটি স্মরণিকা প্রকাশিত হয়। গ্রন্থাগার মন্ত্রী মায়েদের উদ্দেশ্যে আবারও বলেন, ‘শিক্ষার কোনও শেষ নেই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার প্রয়োজন। কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সংস্কৃতির পীঠস্থান হয়ে উঠছে মালদা বইমেলা। মায়েদের আরও শক্ত হতে হবে, তবেও ছেলে-মেয়ারা মানুষ হবে। এই মায়েদের জন্যই হারিয়ে যাওয়া সাহিত্য, সংস্কতি পুনরুজ্জীবিত হবে। তারাই আসলে মানুষ গড়ার কারিগর। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মায়েদের প্রতি যথেষ্ট উদার।’ বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে গ্রন্থাগার মন্ত্রী আবার বলেন, ‘বইয়ের বিকল্প হচ্ছে বই। বই ছাড়া গবেষণা করা সম্ভব নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct