জাকির সেখ, কলকাতা, আপনজন: জমিয়তে উলামায়ে হিন্দের আইনি প্রচেষ্টায় ২০২১ সালে রাজনৈতিক হিংসা মামলায় অভিযুক্ত ১৩ জনকে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। জামিনে মুক্তি প্রাপ্তদের মামলার তদারকি করেছেন সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী কর্তৃক নিযুক্ত আইনজীবী সিদ্বার্থ দাভে, সৈয়দ মেহেদী ইমাম, মুহাম্মাদ নুরুল্লাহ, তাবরেজ আহমেদ ও আতিফ সোহরাওয়ার্দী। রবিবার রাজ্য জমিয়তের অফিসে কুরবান মোল্লা, সিরাজুদ্দিন মল্লিক, আক্তার মোল্লা সহ মোটা ১৩ জন রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম এর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বলেন, জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী এবং কেন্দ্রীয় জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী বিপদের সময় যে ভাবে আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন সারাজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকব। মুফতি আব্দুস সালাম বলেন জমিয়তে উলামায়ে হিন্দ কওম ও জাতির স্বার্থে বহুমুখী কাজ কর্ম করে চলেছে। নিরপরাধ অসহায় মানুষের জন্য বরাবর আইনি সহায়তা দিয়ে আসছে জমিয়ত। জমিয়তের আইনি প্রচেষ্টায় ১৩ জন নিরপরাধ যুবককে সুপ্রিম কোর্ট থেকে স্থায়ী জামিনে মুক্তি করতে পেরে আমরা খুশি। উল্লেখ্য, ২০২১ সালে ২ মে রাজনৈতিক হিংসা মামলায় নিরপরাধ মুসলিম যুবকদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। ১৩ জন অভিযুক্তের পরিবারের অনুরোধে জমিয়তের নেতৃত্বরা সাড়া দিয়ে ২০২২ সালে সুপ্রিম কোর্টে একটি বিশেষ পিটিশন আপিল দায়ের করেন। প্রথম শুনানিতে অভিযুক্তদের অস্থায়ী সুরক্ষা দেওয়া হয়। পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট অভিযুক্তদের স্থায়ীভাবে জামিন মঞ্জুর করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct