নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সাড়ম্বরে অনুষ্ঠিত হলো কলকাতার সল্টলেক ঐকতান সভাগৃহে কিংবদন্তি লেখক সেনের ৬৮ তম জন্মদিন। রবিবারবিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মহতী অনুষ্ঠানের সভাপতি তো করেন ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল অমল দাসগুপ্ত ভারত সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন দীপ্তিমান বসু বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে ছিলেন দৈনিক প্রভাত বার্তার সম্পাদক হাজী আবু কাউসার। তিনি সেরা বাঙালি আব্দুল করিম ও কিংবদন্তি সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের হাতে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তুলে দেন শাহরুখ উত্তরীয় এবং ফুল উক্ত দিনে দুটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন পৃথ্বীরাজ সেন। আব্দুল করিমের লেখা শিশুর মতমালা এবং শক্তি গঙ্গোপাধ্যায় লেখা রুবাই ই মুসাফির আব্দুল করিম সহ কুড়িজন বিভিন্ন বিষয়ে বিশেষভাবে কৃতি ভারতীয় বাঙালি তাদের একবিংশ শতাব্দীর সেরা বাঙালি সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম মুখোপাধ্যায়, হান্নান বিশ্বাস, বিমল সরকার, গণপতি বন্দ্যোপাধ্যায় তাহের আলী, রামকৃষ্ণ চক্রবর্তী সায়েদা বেগম, মোশারফ হোসেন, সোমা পাল, তনুকা চক্রবর্তী, আব্দুল হাই, হিমেন্দু দাস, ডঃ মোস্তাক আহমেদ, দিলীপ মন্ডল, ,আজিজুল হক, নুর নবী জমাদার শীতল দাস, আজাদ দেওয়ান, সোমা পাল, বন্দনা ঘোষ, তপন ঘোষ, সেলিনা খাতু,ন ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ, এমদাদ হোসেন, সুশান্ত সাহা, দেবাশীষ ব্যানার্জি, সায়ন সেনাপতি, বিশ্বনাথ ভট্টাচার্য, প্রফেসর অনুরাধা সেন, মহিবুর রহমান, বিকাশ জোশ প্রমুখ। আমার ভারত পত্রিকার সম্পাদক শিশু সাহিত্যিক কবি আব্দুল করিম বলেন, কিংবদন্তি লেখক পৃথ্বীরাজ সেন প্রায় ২০০০ এর মত কাব্যগ্রন্থ বিভিন্ন বিষয়ের রচনা করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct