এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: গত দুদিন থেকেই জাঁকিয়ে শীত পড়েছে রাজ্য জুড়ে। আর এই প্রচণ্ড শীতে আগুন পোহানোর দৃশ্যটি সবার কাছে পরিচিত ৷ শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহানোর চিত্র মূলত গ্রামেই দৃশ্যমান । শীতের সময় খড়-কুটো দিয়ে আগুন পোহানো গ্রামের প্রাকৃতিক দৃশ্য। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া, অশোকনগর, গাইঘাটা, স্বরুপনগর, বনগাঁর একাধিক গ্রামের রাস্তার পাশে, প্রতীক্ষালয়ে, বাজারে দিনভর আগুন পোহানোর দৃশ্য লক্ষ্য করা গেল ৷ শীতের হামলায় কুপোকাত রাজ্যবাসী। পৌষের শেষে তাপমাত্রার পারদ নিম্নমুখী ৷ শীতের জন্য এবং ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি হচ্ছে জেলায় জেলায় ৷ আর এই শীত থেকে বাঁচতেই গ্রাম অঞ্চলের মানুষ জড়ো হয়ে আগুন পোহাচ্ছেন ৷ সোমবার দিনভর সূর্যের দেখা মেলেনি বললেই চলে, শৈত্যপ্রবাহে নাজেহাল অবস্থা সবার । হাড়কাঁপানো ঠাণ্ডায় সবাই জবথব, শিশু থেকে বৃদ্ধ সবার একই হাল । শীতে গা গরম করতে শীতের মোটা পোশাকের পাশাপাশি আগুনের তাপ নিচ্ছেন গ্রামের মানুষজন ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এরপর বুধবার দুই চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct