নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ, আপনজন: সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা-২ পঞ্চায়েত সমিতি সভা ঘরে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এবং সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বেলডাঙ্গা-২ শাখার উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, বাল্যবিবাহ রোধ সহ হজ্জ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সোমবার দুপুরে। এদিনের শিবির থেকে সমাজে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা তুলে ধরে বলেন, ইসলাম ধর্মের মানুষের কাছের ও গ্রহণযোগ্যতা পুরনো ব্যক্তিরা হলেন ইমাম মুয়াজ্জিনরা তাই সমাজ পরিবর্তন করতে ইমামদের ভূমিকা পালন করার বার্তা দেওয়া হয়। ওই সভায় রেজিনগর ও শক্তিপুরের সকল ইমাম মুয়াজ্জিন সাহেবগণ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রাজ্জাক বলেন গ্রাম্য এলাকায় এখনো শিক্ষা স্বাস্থ্য বিষয়ে পিছিয়ে রয়েছে তাই যাতে করে শিক্ষার দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা করা হয় আর সেই বার্তা দেওয়া হয় ইমাম মুয়াজ্জিন ও বিশিষ্ট ব্যক্তিদের। তিনি আরো বলেন, রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে সেই সব প্রকল্প থেকে যেনো কেও বাদ না পড়ে সেই বিষয়ে আলোচনা করা করেন ।একই ভাবে শক্তিপুর থানার ওসি রাজেন্দ্র মুখার্জী ও রেজিনগর থানার ওসি সৌম্য দে সহ বেলডাঙ্গা ২ ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি বেগম একাধিক বিষয়ে আলোচনা করেন। তারা বলেন এমন শিবির করা খুবই ভালো উদ্যোগ, যেন বেশি বেশি করে সচেতনতা শিবির করা হয় সেই বার্তা দেন সংগঠনকে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct