সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: ১৯৫৯ সালের ১৫ ই জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে সংযুক্ত হয়েছিল মুর্শিদাবাদের চর বাথানপাড়া, চর বাঁশগাড়া সহ ওই সময়ের ছ’টি গ্রাম। সেই থেকেই বিশেষ এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করে থাকেন এলাকার বাসিন্দারা. স্বাধীনতার বারো বছর পর ওই দিন গ্রাম জুড়ে উড়েছিল ভারতীয় জাতীয় পতাকা। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যখন তৎকালীন ভারত ও পূর্ব পাকিস্তানের সীমানা নির্ধারণ করা হয়েছিল, সেই সময় ওই গ্রামগুলির দুই পাশেই ছিল পদ্মা নদী। ওই সময় গ্রামগুলির দু’পাশে নদী থাকার কারণেই ভারতের বদলে ওই গ্রামগুলির তৎকালীন পূর্বপাকিস্তানে যুক্ত হয় ।তারপর থেকে পুরো গ্রামগুলির সবকিছুর নিয়ন্ত্রণ করতো পাকিস্তানি আর্মি। পরবর্তী সময়ে ওই এলাকাকে ভারতে সংযুক্তিকরণের জন্য বিভিন্ন জায়গায় দাবি ওঠে। ১৯৫৮ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু ও পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খান নূরের মধ্যে ‘নেহেরু নুন অ্যাক্ট ’। সেই চুক্তি অনুসারে ১৯৫৯ সালের ১৫ ই জানুয়ারি ওই এলাকাগুলি ছেড়ে সরে যায় পাকিস্তানি আর্মি। তৎকালীন চর বাথানপাড়া, সহ ছ’টি গ্রাম স্বাধীন ভারতের মানচিত্রে যুক্ত হয়।ওই দিন দুপুর ১২.১৫ নাগাদ গ্রামে প্রথম উত্তোলন করা হয় ভারতীয় জাতীয় পতাকা। এরপরে কেটে গিয়েছে ৬৫ টা বছর। গ্রাম আধুনিক হয়ে উঠেছে। তারপরেও এখনও মানুষের মুখে মুখে ঘোরে সেদিনের স্মৃতি। সোমবার এই বিশেষ দিনটিকে পালন করা হয় চর দুর্গাপুর হাই স্কুলে। স্কুলের ফিল্ডে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র সরকার। পতাকা উত্তোলনের পাশপাশি জাতীয় সংগীত গাওয়া হয়।এই দিনটিকে বিশেষ ভাবে পালন করে আসছেন চরের বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct