পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমাজ বদলানোর অন্যতম হাতিয়ার “কোয়ালিটি এডুকেশন”
হাসিবুর রহমান
(লেখক WBCS ও ডিরেক্টর , কে. এম. স্টাডি সার্কেল)
বাংলায় সংখ্যালঘু পরিচালিত মিশনগুলি শিক্ষাক্ষেত্রে যে বিপ্লব এনেছে প্রশংসনীয়। পিছিয়ে পড়া এই সমাজ থেকে আজ অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার উঠে এসেছে ঠিক কথা,কিন্তু সমাজের বর্তমান দাবি - আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার, দক্ষ আইন - ব্যাবসায়ী ও জার্নালিস্ট প্রভৃতি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানন্নয়ে চাই ইসলামের নৈতিক চেতনার সাহচর্যে উপযুক্ত ফ্যাকাল্টি ও পরিকাঠামো সহ ইংলিশ মিডিয়াম আবাসিক ও অনাবাসিক শিক্ষা - প্রতিষ্টান, প্রতিযোগিতামূলক উপযোগী কোচিং সেন্টার সহ সম্মিলিত প্রয়াস।উচ্চ শিক্ষায় অংশগ্রহণকারী বাংলা মাধ্যমের শিক্ষাথীদের অনেককে বলতে শুনেছি, ‘আমরা ইংলিশে অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু আধটু অস্বস্তিবোধ করি।’ তাই, এইসব বাংলা মাধ্যমের মেধাবীদের এই অস্বস্তিবোধ এর বিষয়টি মিশনারী শিক্ষা আন্দোলনের কান্ডারীদের ও অন্যান্য দূরদৃষ্টি সম্পন্ন শিক্ষানুরাগীদের এখন থেকেই ভাবার অনুরোধ জানাই। প্রয়োজনে ওয়াকফ প্রোপার্টি ও সংখ্যালঘুদের কল্যাণার্থে নির্মিত ও পরিচালিত প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন গুলিকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হোক।সকল শিক্ষা সচেতন অভিভাবকদেরও অনুরোধ করব, তারা যেন বস্তুগত সম্পদ বৃদ্ধির পাশাপাশি সন্তানদের কোয়ালিটি এডুকেশন দিতে আরও বেশি মনোযোগী হন। এতে মোটেও কার্পণ্য করবেন না। সেইসঙ্গে শিক্ষা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্টিত বর্তমান ও অবসরপ্রাপ্ত গুণী মানুষদের কাছে অর্জি, আপনারা যে যেখানে যেমনভাবে পারেন - আপনাদের সময়, মেধা ,ভাবনা এবং অভিজ্ঞতাকে প্রয়োজনে বিনা পারিশ্রমিকে সমাজ বদলানোর আন্দোলনে নিয়োজিত করুন। যা একপ্রকার ‘সদকায়ে জারিয়া ‘ হিসাবে গণ্য হবে। এভাবেই সম্মিলিত প্রয়াসে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাক বাংলা তথা ভারতের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী সন্তানেরা।যদিও বাংলা মাধ্যমের কোয়ালিটিসম্পন্ন মেধাবীরাও যথেষ্ট পারদর্শী। তবে কোয়ালিটিসম্পন্ন ইংলিশ মিডিয়ামের মেধাবী পড়ুয়ারা যে উচ্চশিক্ষায় আরও বেশি অ্যাডভান্টেজ পায় - একথা অভিজ্ঞতালদ্ধ ও সন্দেহাতীত সত্য। আজ তথাকথিত শিক্ষিত পড়ুয়াদের ভিড় চারিদিকে, কিন্তু তাদের মধ্যে কোয়ালিটি এডুকেশনের বড্ড অভাব। আর এই কোয়ালিটি এডুকেশনই একটি পিছিয়ে পড়া সমাজ বদলানোর প্রধান এবং অন্যতম হাতিয়ার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct