আপনজন ডেস্ক: পাকিস্তানে পণ্যের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। দেশটির পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরে প্রতি ডজন ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০০ পাকিস্তানি টাকায়। এছাড়া সরকার নির্ধারিত ১৭৫ টাকা কেজির বিপরীতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকা। রোববার স্থানীয় বাজার সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজ।স্থানীয় প্রশাসন সরকারি মূল্য নির্ধারণ করে দিলেও তা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার কারণে সেখানে মাত্র ১২টি ডিমের দাম ৪০০ টাকায় স্পর্শ করেছে।এআরওয়াই নিউজ আরো জানিয়েছে, লাহোরে এক কেজি মুরগি বিক্রি হচ্ছে ৬১৫ টাকায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct