আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: শ্রমিকদের আইনী অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বোলপুরে। নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এদিন জেলার বোলপুর, নানুর সহ বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবকদের নিয়ে এই প্রশিক্ষন শিবিরের আয়োজন করা হয়। শ্রমিকদের অধিকার লঙ্ঘন হলে, তারা কোনও কারখানায় বা কর্মক্ষেত্রে কোনও অবিচার বা অত্যাচারের শিকার হলে কি ভাবে কোথায় তারা ন্যায় বিচার পেতে আইনী সহায়তা পাবে সেসব বিষয়ে আলোচনা হয়। তাছাড়াও মাইগ্রেন্ট লেবার রা কিভাবে নাম নথিভুক্ত করবে, কোনও ঘটনার শিকার হলে থানায় কি ভাবে অভিযোগ করবে সে সব বিষয়ে আলোচনা করা হয়। এদিনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, সমাজকর্মী ইয়াসমনি খাতুন, সুমনা মজুমদার সহ অনিন্যরা। আয়োজক সংগঠনের তরফে হেমন্ত প্রধান বলেন, আমরা শ্রমিকদের স্বার্থে তাদের শ্রমিক অধিকার রক্ষা করার কাজ করছি। আজ জেলার বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct