নিজস্ব প্রতিবেদক, আমতলা, আপনজন: রবিবার জামাআতে ইসলামী হিন্দের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর-২ নম্বর ব্লকের সামুকপোতা হালকায় প্রায় এক হাজার পুরুষ ও মহিলা ডেলিগেটের উপস্থিতিতে বিষ্ণুপুর -২ নম্বর ব্লকের এক বিশেষ দাওয়াতী ইজতেমা অনুষ্ঠিত হয় । উক্ত ইজতেমায় উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সম্পাদক জনাব মাওলানা আব্দুর রফিক, আমীরে হালকা জনাব ডা: মসিহুর রহমান, প্রাক্তন আমীরে হালকা জনাব রহমত আলী খান, রাজ্য সম্পাদক জনাব মাওলানা তাহেরুল হক,অন্যতম রাজ্য সম্পাদক জনাব মাওলানা এ,এফ,এম, খালিদ,জেলা নাজিম জনাব সানোয়ার আলি পৈলান, জেলা নাজিমা মুহতারামা আলোক লতা সেখ । এছাড়াও পার্শ্ববর্তী ঠাকুরপুকুর মহেশতলা ব্লক ও বজ বজ এক নম্বর ও দু’নম্বর ব্লক থেকে জামাআত কর্মীসহ জামাআতের হিতাকাঙ্খী ও গুণমুগ্ধ ব্যক্তিবর্গ এই মহতী দাওয়াতি ইজতেমায় উপস্থিত ছিলেন।
মাওলানা এ,এফ,এম, খালিদ সাহেবের দারসে কুরআনের মাধ্যমে ইজতেমার শুভ সূচনা হয়। জেলা নাজিম সানোয়ার আলি পৈলান প্রারম্ভিক ভাষণ পেশ করেন। “বিশ্ব পরিস্থিতি ও ইসলাম” বিষয়ের উপর তথ্য ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন মহাতারাম আমীরে হালকা ডাঃ মসিহুর রহমান সাহেব। “ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা” এ বিষয়ের উপর বাস্তব পরিস্থিতিকে সামনে রেখে কুরআন সুন্নাহর ভিত্তিতে মনমুগ্ধ আলোচনা রাখেন মাওলানা তাহেরুল হক সাহেব।
“আদর্শ সমাজ গঠনে হযরত মুহাম্মদ সাঃ এর শিক্ষার” উপর আলোচনা করেন মাওলানা আব্দুর রফিক সাহেব বর্তমান সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের একমাত্র পথ নবী মুহাম্মদ সাঃ এর জীবন আদর্শ। তিনি আদর্শ সমাজ গঠনে নবী মুহাম্মদ সাঃ এর জীবনের বিভিন্ন দিগনির্দেশনা পেশ করেন। “আল্লাহর আনুগত্য না করার পরিণতি ও উত্তরণের উপায়” এ বিষয়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন রহমত আলি খান । দারসে হাদীস পেশ করেন উত্তর নহাজারী মুকামের মুকামী আমীর জনাব রুহুল আমীন লস্কর জনাব। মাওলানা আব্দুর রফিকী সাহেবের আখেরী আলোচনা ও মাওলানা এএফএম, খালিদ সাহেবের দোয়ার মাধ্যমে ইজতেমা সমাপ্ত হয়। জেলার অনন্য সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম সদস্য ভাই রাজিব আলীর প্রাণঞ্জল সংগীত ইজতেমার পরিবেশকে আরো সুন্দর ও মনোরম করে তোলে। ব্লক নাজিম জনাব সেখ জেনাত আলির নেতৃত্বে এবং সেখ মুন্নাফ আলি ও সুব্বুন মল্লিকের সার্বিক সহযোগিতা ও স্থানীয় হালকা কর্মী-সমর্থকদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় ইজতেমাটি সর্বাত্মক সফল হয়। সমগ্র ইজতেমাটি পরিচালনা করে সাবির আলি মল্লিক ও সেখ হাবিবুর রহমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct