মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ক্রিকেটের ময়দানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্লাইভ লয়েড এর নাম শোনেন নি এমন কেও নেই । বাংলার গ্রামের স্কুলের ডাকে সাড়া দিতেই পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া গ্রামে সাতগাছিয়া উচ্চ বিদ্যায়লয়ের প্ল্যাটিনাম জুবিলি ট্রফির ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিশ্ববন্দিত ক্রিকেটার ক্লাইভ লয়েড। সেখানেই প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন তিনি। ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছিলেন । প্রায় ৮ বছর পর তাঁর কলকাতায় পা রাখা। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপের সময় কলকাতায় ম্যাচ দেখেছিলেন।লয়েড বলেন, ‘কলকাতার মানুষ খুব ক্রীড়াপ্রেমী। সেটা ফুটবল হোক বা ক্রিকেটে। খেলাকে এখানে সবাই খুব ভালোবাসে।’ ১৯৮৩ বিশ্বকাপে এই লয়েডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই প্রথম বিশ্বকাপ জেতে কপিলদেবের ভারত। ক্লাইভ লয়েড টেস্টে সর্বাধিক রানের নিরিখে নিজের কেরিয়ারের চতুর্থ সর্বোচ্চ রানটা তোলেন এই ইডেনেই। ১৯৮৩ সালে কলকাতায় ২৯০ বল খেলে ১৬১ রানে অপরাজিত ইনিংস খেলেন এই কিংবদন্তি ক্যারিবিয়ান।এই কিংবদন্তি ক্রিকেটার কে দেখতে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct