শেখ কামাল উদ্দীন, বারাসাত, আপনজন: গত কয়েক বছর ধরে পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় উত্তরোত্তর ভালো ফল করছে বারাসাতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পর্ষদের আহ্বায়ক অধ্যাপক অনির্বাণ সরকার জানান, বিশ্ববিদ্যালয়ের ভালো ফলের পিছনে মহাবিদ্যালয়গুলি থেকে ভালো খেলোয়াড় উঠে আসা একটি অন্যতম কারণ। ২০২৩-২৪ মরসুমে বিশ্ববিদ্যালয়গুলির অন্তর্গত কলেজগুলির মধ্যে সব ধরনের খেলা মিলিয়ে পুরুষ ও মহিলা বিভাগে হাবড়ার শ্রীচৈতন্য মহাবিদ্যালয় সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে। কলেজের অধ্যক্ষ সুব্রত চ্যাটার্জী বলেন, ‘এবার তাঁদের কলেজ পুরুষ বিভাগের চারটি ও মহিলাদের বিভাগের তিনটি খেলাতে চ্যাম্পিয়ন হয়েছে।’ উত্তর পূর্বাঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উৎসব দাস ব্যক্তিগত ৪০০ মিটার মেডলি ও ৪০০ মিটার অ্যাকোয়াটিক্সে প্রথম হয়ে সারা ভারত আন্তঃ বিশ্ববিদ্যালয়ে খেলার ছাড়পত্র অর্জন করেছেন। এছাড়া ৪৯ কেজি বিভাগে মহিলাদের তাইকোন্ডা প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মন্দিরা বিশ্বাস তৃতীয় হয়েছেন। আহ্বায়ক অনির্বাণ সরকার আরও বলেন, রাজ্য সরকার ক্রীড়া খাতে বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট করে কিছু অর্থ সাহায্য করলে পরিকঠামোর উন্নতি করা সম্ভব হতো। তা’হলে এই বিশ্ববিদ্যালয় আরও ভালো ফল করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। এবার সব মিলিয়ে চুয়ান্নটি কলেজের মধ্যে আটত্রিশটি কলেজ বিভিন্ন খেলায় অংশগ্ৰহণ করে বলে এই বিভাগের অস্থায়ী কর্মী সেখ মাসুদ হোসেন জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct