আপনজন ডেস্ক: ‘কোপা ইতালিয়ার শেষ ষোলো থেকে বিদায়’ বাদ দিলে ২০২৩-২৪ মৌসুমটা দারুণ কাটছে ইন্টার মিলানের। সুপারকোপা ইতালিয়ানার সেমিফাইনালে ওঠা নেরাজ্জুরিরা রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লীগের লড়াইয়েও। দুর্দান্ত ইন্টার চলমান ইতালিয়ান সিরি আ’র শীর্ষ দল। শনিবার রাতে ব্রিয়ান্তেও স্টেডিয়ামে লীগের ম্যাচে স্বাগতিক এসি মনজাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শীর্ষস্থান আরো মজবুত করে সান সিরোর দলটি। দলের বড় জয়ে দু’বার লক্ষ্যভেদ করে জোড়া কীর্তি গড়েন তার্কিশ মিডফিল্ডার হাকান চালহানুলু।প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায় ইন্টার মিলান। সফল স্পটকিকে গোলটি করেন হাকান চালহানুলু। চলতি সিরি আ’য় পেনাল্টি থেকে পাওয়া তার্কিশ মিডফিল্ডারের ৭ম গোল এটি। ২০০৪-০৫ মৌসুম থেকে এখন পর্যন্ত সিরি আ’র শেষ ২০ মৌসুমের মধ্যে এক সিজনে তৃতীয় সর্বোচ্চ পেনাল্টি গোল চানহানুলুর। তার চেয়ে পেনাল্টি থেকে বেশি গোল করার রেকর্ড রয়েছে শুধু দুজনের- ২০১১-১২ মৌসুমে ইন্টার মিলানের হয়ে ৮ পেনাল্টি গোল করেন দলটির সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার দিয়েগো মিলিতো এবং ২০০৭-০৮ মৌসুমে এসি মিলানের সাবেক সুইডিশ ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ করেন ৮ গোল। লীগে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলেছে ইন্টার মিলান।মৌসুমের বাকি সময়ে মিলিতাও এবং ইব্রাহিমোভিচের রেকর্ড ভেঙে দিতে পারেন চানহানুলু।ম্যাচের ১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন চানহানুলু। চলতি মৌসুমে লীগে তার্কিশ মিডফিল্ডারের ৯ম গোল এটি। ইউরোপের ৫ শীর্ষ লীগে মিডফিল্ডারদের মধ্যে চানহানুলুর চেয়ে বেশি গোল রয়েছে শুধু জুড বেলিংহ্যামের। রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার এখন পর্যন্ত ১৩ গোল করেন।৬৯তম মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ব্যবধান কমায় মনজা। গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার মাতেও পেসিনা। ৮৪তম মিনিটে স্পটকিকেই স্কোরলাইন ৪-১ করেন ইন্টারের লাউতারো। আর ৮৮তম মিনিটে মিলানকে ৫-১ গোলের জয় উপহার দেন ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম।২০ ম্যাচে ১৬ জয় এবং ৩ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ টেবিলের শীর্ষে ইন্টার মিলান। দুইয়ে থাকা জুভেন্টাসের ৪৬ পয়েন্ট। ৩৯ পয়েন্ট নিয়ে তিনে এসি মিলান। আর একাদশ স্থানে থাকা মনজার পয়েন্ট ২৫।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct