আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন ২২ জানুয়ারি। রাম মন্দিরের উদ্বোধনের তারিখ যতই ঘনিয়ে আসছে, আদালতের নির্দেশে মসজিদের পরিবর্তে প্রস্তাবিত মসজিদ নিয়ে দাবির ঝড়ও বাড়ছে। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরে, অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ প্রায় সম্পূর্ণ, তবে মন্দির থেকে ২৫ কিলোমিটার দূরে ধন্নিপুরের প্রস্তাবিত মসজিদটি এখনও চালু হয়নি। চার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই মসজিদ নির্মাণের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট উদ্যোগ না থাকলেও বড় দাবি আদায়ে পিছিয়ে নেই এর দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন বলেছে, এই সময়েল মধ্যে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হলেও তারা নতুন উদ্যমে মসজিদ নির্মাণের জন্য তার প্রচেষ্টা পুনরায় শুরু করবে। মসজিদ উন্নয়ন কমিটির প্রধান এবং মহারাষ্ট্রের সংখ্যালঘু নেতা হাজি আরাফাত শেখ ধনিপুরের প্রস্তাবিত মসজিদের নাম দিয়েছেন ‘মুহাম্মদ বিন আবদুল্লাহ’। তিনি দাবি করেছেন, মসজিদটি ‘তাজমহলের চেয়ে ভালো’ হবে এবং মসজিদটি কমপক্ষে ২১ ফুট উঁচু হবে। উল্লেখ্য, ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন গত মাসে প্রস্তাবিত মসজিদের একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে পাঁচটি মিনার দেখানো হয়েছে। যা আগের নকশার মধ্যে ছিল ছিল না। কমিটির প্রধান হাজী আরাফাত শেখ এর আগে তহবিল সঙ্কটের কথা বিলার সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন এই মসজিদটি কাবা শরীফের ইমাম উদ্বোধন করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct