আপনজন ডেস্ক: বহুজন সমাজপার্টি প্রধান প্রধান মায়াবতী সোমবার বলেছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে, তবে তিনি নির্বাচন পরবর্তী জোটের সম্ভাবনা উড়িয়ে দেননি। নিজের জন্মদিনে উত্তরপ্রদেশের লখনউতে রাজ্য পার্টি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমের একটি অংশে প্রকাশিত খবরকে অস্বীকার করেন। তিনি বলেন, এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য দল কোনও জোট গঠন করবে না এবং একাই লড়বে। তিনি বলেন, নির্বাচন পরবর্তী পরিস্থিতি মূল্যায়নের পরে দলটি যে কোনও দলের সাথে জোট করার বিষয়টি বিবেচনা করবে।২০১৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়েছিল বহুজন সমাজ পার্টি।তিনি বলেন, ‘জোটের সঙ্গে আমাদের অভিজ্ঞতা কখনোই আমাদের জন্য উপকারী ছিল না এবং জোটের কারণে আমরা বেশি ক্ষতির সম্মুখীন হই। এই কারণে, দেশের বেশিরভাগ দলই বিএসপির সাথে জোট করতে চায়। নির্বাচনের পরে একটি জোটের কথা বিবেচনা করা যেতে পারে। যদি সম্ভব হয়, তবে নির্বাচনের পরে বিএসপি তাদের সমর্থন বাড়িয়ে দিতে পারে। আমাদের দল একাই নির্বাচনে লড়বে বলে সাফ জানিয়ে দেন মায়াবতী।উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতাসীন দল দারিদ্র্য থেকে উঠার পরিবর্তে কিছু বিনামূল্যে রেশন সরবরাহ করে জনগণকে তাদের ‘দাস’ বানানোর চেষ্টা করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct