আপনজন ডেস্ক: ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত না হলেও চণ্ডীগড়ের মেযর নির্বাচনে জোটের পথে হাঁটল কংগ্রেস ও আম আদমি পার্টি। আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে যখন বিরোধ চরমে তখন কংগ্রেসের সঙ্গে মৈত্রীর পথে এগোল তৃণমূলের বন্ধু দল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। যদিও এই সমঝোতা নিয়ে এখনও তৃণমূল কংগ্রেস তাদের কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেস চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।সূত্রের খবর, এই চুক্তির আওতায় আম আদমি পার্টি মেয়র পদে লড়বে এবং কংগ্রেস সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র পদে লড়বে। লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেসের মধ্যে আলোচনার মধ্যেই চূড়ান্ত সমঝোতা হল চণ্ডীগড়ের মেয়র নির্বাচন ঘিরে। এই ঘটনা ঘটল।আগামী ১৮ জানুয়ারি চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেস জোট বদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এটি দ্বিপাক্ষিক প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে এবং পর্যবেক্ষকরা মনে করছেন এই দুটি দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) চেয়ে এগিয়ে থাকবে। ৩৫ সদস্যের চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপির ১৪ জন কাউন্সিলর রয়েছেন। দলের একজন পদাধিকারী সদস্য এমপিও রয়েছেন যার ভোটাধিকার রয়েছে।আম আদমি পার্টির ১৩ জন এবং কংগ্রেসের ৭ জন কাউন্সিলর রয়েছেন। শিরোমণি অকালি দলের একজন কাউন্সিলর রয়েছেন।মেয়র, সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র পদে নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।কংগ্রেস ২০২২ এবং ২০২৩ সালে ভোটদানে বিরত ছিল, যার ফলে মেয়র নির্বাচনে বিজেপি জিতেছিল। সংসদের পাঁচ বছরের মেয়াদে প্রতি বছর তিনটি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছর মেয়রের আসনটি তফসিলি জাতি (এসসি) শ্রেণীর জন্য সংরক্ষিত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct