রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধি মনিপুর থেকে মুম্বাই ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করেছেন। কংগ্রেস সাড়ে ছয় হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে বলে জানিয়েছে। একাধারে দ্রব্য মূল্য বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এই পদযাত্রা বলেই জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বহরমপুর , বড়ঞা, ভরতপুর সহ মুর্শিদাবাদের একাধিক ব্লকে ভারত জোড়ো ন্যায় যাত্রা করে কংগ্রেস। রবিবার প্রায় ৫ কিলোমিটার শহর পদযাত্রা করা হয় বলে জানিয়েছেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। অন্যদিকে লোকসভা ভোটের আগে কংগ্রেস কর্মীদের উৎসাহ দিতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে পদযাত্রা ও পথসভা করলো বড়ঞা ব্লক কংগ্রেস নেতৃত্ব। রবিবার দুপুর ১২টা নাগাত মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি থেকে ডাকবাংলা প্রযন্ত ব্লক কংগ্রেস নেতৃত্বরা ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে পদযাত্রা করে ডাকবাংলা মোড়ে একটি পথসভা করেন উপস্থিত নেতৃত্বরা। এই দিনের এই পদযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক ও বিশ্বদেব ঘোষ, মহিলা সভানেত্রী পারুল বিবি, মহকুমা কংগ্রেস সম্পাদক সফিউল ইসলাম সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। এ দিনের এই পদযাত্রা পথসভা থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক আক্রমণ শানিয়েছেন উপস্থিত নেতৃত্বরা। সামনে লোকসভা ভোট ভারত জড়ো যাত্রায় কংগ্রেস কর্মীদের অনেকটাই অক্সিজেন দেবে মনে করছেন বড়ঞার কংগ্রেস কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct