নিজস্ব প্রতিবেদক, চন্দ্রকোনা, আপনজন: ট্রাক চালককে মারধর করার অভিযোগ উঠল RTO-র বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় রাজ্য সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ ট্রাক চালকদের। দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে দেখা দিয়েছে রাজ্য সড়কে তীব্র যানজট। বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষেরাও। অভিযোগ একটি ১৬ চাকা ট্রাক আয়রন মাটি নিয়ে বাঁকুড়া থেকে হলদিয়া যাচ্ছিলো । সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বনকাটি এলাকায় ঐ ট্রাক চালককে চালান দেখাতে বলে। আহত চালকের নাম ইরফান শেখ। চালকের অভিযোগ “গাড়ির নম্বর প্লেটে কাপড় জড়ানো ছিল, আমাকে চালান দেখাতে বলে। চালান না দেখানোয় আমাকে মারধর করে। তাদের দাবি ওই গাড়িটি ছিল RTO দের । আর এতে ক্ষিপ্ত হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ও চন্দ্রকোনা লাগোয়া রাজ্য সড়কের বনকাটা এলাকায় গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের জেরে দেখা দিয়েছে তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। দীর্ঘ আলোচনার পর অবরোধ উঠে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct