মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: দেশের অন্যতম বিরলতম প্রতিষ্ঠান সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। যারা সারা বছর মানুষের সেবায় কাজ করে যাচ্ছে । দশ বছর ধরে চলা সেহারাবাজার মদিনা বাগে তিনদিনের চেতনা উৎসব শেষ হল। শুরু হয়েছিল বিশ্ববরেণ্য আলেম মুফতি সাইফুল্লাহ কাসেমীর দুয়ার মাধ্যমে। শিক্ষা, স্বাস্থ্য , সমাজসেবী, মাদ্রাসা, মক্তব, সম্প্রীতি সহ বহু মুখী সেমিনার সংস্কৃতি উৎসব শীতবস্ত্র বিতরণ, বিকলাঙ্গদের সাইকেল বিতরণ, গরিব অসহায় ,অসুস্থ ও মেধাবী ছাত্রদের সাহায্য করা হয় । এই অনুষ্ঠান উদ্বোধন করেন এস এইচ জি অফিসার তথা প্রাক্তন জেলা শিক্ষা আধিকারিক শামস তিবরেজ আনসারি, দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিও সদর সাউথ কৃষ্ণেন্দু মন্ডল, তৃতীয় দিনে এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, অনুষ্ঠানে দ্বিতীয় দিনের বিশেষ অতিথি হিসাবে জয়রাম বাটি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রভুদানন্দ জি মহারাজ। এছাড়া খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ ,রায়নার বিধায়িকা শম্পা ধারা ,জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ,জেলা জেলা পরিষদের স্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়,খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল ইসলাম , অধ্যাপক জাহির আব্বাস,কবি সমির ঘোষ, বিশিষ্ট উদ্যোগ পতি মহেন্দ্র সিং সালুজা, আইন জিবি পার্থ হাটি,হাজী মহবুবুল হক ,মৌলানা নুর আলম ,মুফতি সাইফুল্লাহ কাসেমী,মুফতি ইব্রাহিম, মুফতি সৈয়দ হোসাইন আহমেদ সহ অসংখ্য বিশিষ্ট অতিথি ।তিন দিনে অসংখ্য কবি ,সাহিত্যিক, বুদ্ধিজীবী ,জেলা পরিষদের সদস্য ,পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ,পঞ্চায়েত প্রধান ও বিশিষ্ট সময় সেবিরা উপস্থিত হয়েছিলেন । মঞ্চ থেকে বহু গুণী ব্যক্তি কে সম্মাননা জানানো হয়। জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রভুদা নন্দজি শান্তি সম্প্রীতি লক্ষে রামকৃষ্ণ মিশন যেভাবে কাজ করে যাচ্ছে সেটা অনেক ক্ষেত্রে মহাম্মদের আদর্শের অনুরূপ। রামকৃষ্ণ দেব সমস্ত ধর্মের সমন্বয় করার জন্য আবির্ভূত হয়েছিলেন। তারা রামকৃষ্ণদেবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় নিয়জিত আছেন । তিনি চেতনা উৎসব নাম করনের ভুয়সী প্রশংসা করেন।ফাস্ট জানুয়ারি রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন তিনি মানুষকে আশীর্বাদ করে মানুষের চৈতন্য হোক বলে অভিবাদন করেছিলেন।সেই হিসাবে স্বামী বিবেকানন্দর জন্মদিনে অনুষ্ঠান শুরু রহমানিয়া ওয়েলফার ট্রাস্টের এবং তাদের চেতনা উৎসবের নামকরনের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশ পায়। মঞ্চে বিশিষ্ট সাংবাদিক আজিজুর রহমান ট্রাস্টের সম্পাদকের নামে সুন্দর কবিতা লিখে বাঁধিয়ে এস ডি ও কৃষ্ণেন্দু মন্ডলের মাধ্যমে দিয়ে সম্মান জানান । অনুষ্ঠানের শেষ হয় ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন সাহেব এর অশ্রুসিক্ত নয়নে দুয়ার মাধ্যমে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct