নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নং ব্লকের কংগ্রেসের নেতা-কর্মীরা রবিবার পদ যাত্রা ও পথ সভা করলেন।এদিন তারা হরিশ্চন্দ্রপুর কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু করেন। হরিশ্চন্দ্রপুর সদর এলাকা পরিক্রমা করে শহিদ মোড়ে এসে শেষ করেন। তারপর এখানে পথ সভা করে দলের নেতৃত্বরা বক্তব্য রাখেন। এদিনের এই পদ যাত্রায় অংশগ্রহণ করেছিলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক কংগ্রেস সভাপতি বিমান বিহারী বসাক,হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম, রাজ্যে সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুন, জেলা পরিষদের সদস্য আমিনুল হক ও হরিশ্চন্দ্রপুর বিধান সভার যুব সভাপতি আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গিয়েছে, ১৪ জানুয়ারি থেকে কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ যাত্রা শুরু করেছে সাংসদ রাহুল গান্ধী।গতবার ভারত জোড়ো যাত্রায় দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতকে জুড়েছিলেন রাহুল গান্ধী।এবার পূর্বের সঙ্গে পশ্চিম ভারতকে জোড়ার অভিযানে নেমেছে কংগ্রেস নেতা।মণিপুর থেকে শুরু হয়েছে এই জনসংযোগ যাত্রা।এরপর তা পৌঁছবে নাগাল্যান্ডে।সেখান থেকে এক এক করে অসম,অরুণাচল প্রদেশ,মেঘালয় হয়ে রাহুল গান্ধী পদযাত্রা করতে আসবেন পশ্চিমবঙ্গে।৫ দিনের পদযাত্রায় বাংলার ৭টি জেলার মধ্যে দিয়ে যাবে কংগ্রেসের জনসংযোগ যাত্রা।মোট ৫২৩ কিলোমিটার পথ পেরিয়ে বিহারে পৌঁছবেন।সেখান থেকে ঝাড়খণ্ড, ওড়িশা,উত্তর প্রদেশ,মধ্য প্রদেশ,গুজরাট হয়ে ৬৭ দিনে ১৫টি রাজ্যের ১১০টি জেলার মধ্যে দিয়ে গিয়ে মুম্বাইয়ে শেষ হবে এই পদযাত্রা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct