নিজস্ব প্রতিবেদক, রঘুনাথগঞ্জ, আপনজন: সামনেই মাধ্যমিকের মতো জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা ২০২৪। ছাত্রছাত্রীদের সামনে পরীক্ষা সংক্রান্ত ভয়ভীতি দূর এবং পরীক্ষার সুন্দর রূপ-রেখা তুলে ধরতে পরীক্ষা প্রস্তুতি শিবিরের আয়োজন করল এসআইও রঘুনাথগঞ্জ ব্লক। আই.সি আর হাই মাদ্রাসায় আয়োজিত এই পরীক্ষা প্রস্তুতি শিবিরে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আই.সি.আর হাইমাদ্রাসার শিক্ষক মহঃ মোসাররাফ হোসেন(বাংলা), মাওলানা নাসিরুদ্দিন(আরবী), অসিকুল ইসলাম(বিজ্ঞান বিভাগ) এবং চর বাজিতপুরের স্কুলের শিক্ষক আসরাফুল সেখ(ইংরেজি)। পরীক্ষার আগের মুহূর্তের গুরুত্বপূর্ণ সময়কে পরিকল্পনা মাফিক কিভাবে কাজে লাগানো যায় এবং পরীক্ষা হলে কিভাবে উত্তরপত্র লিখলে ভালো রেজাল্ট করা যায়, সেইসব বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন উপস্থিত শিক্ষকবৃন্দ। এসআইও-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ব্লকের ব্লক সভাপতি মো: মিনহাজুদ্দিন, প্রাক্তন জেলা সভাপতি মো:কুতুবুদ্দিন , ইছাখালি ইউনিট প্রেসিডেন্ট মিনারুল সেখ,ইউনিট সেক্রেটারি সেনজারুল ইসলাম ও অন্যান্য দায়িত্বশীলগণ। প্রস্তুতি শিবির শেষে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের ‘পরীক্ষা প্রস্তুতি টিপস্ ‘ নামক গাইড বুক প্রদান করা হয় ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct