নিজস্ব প্রতিবেদক, হাসনাবাদ, আপনজন: মন্দিরের গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরি । লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা এলাকায় মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছা গ্রামের ঘটনা। স্থানীয় এক হরিসভা গোপাল ঠাকুরের মন্দিরের তালা ভেঙে সোনা ও রুপোর গহনা সহ লক্ষাধিক টাকার সামগ্রিক নিয়ে পালালো দুষ্কৃতীরা। রবিবার সকাল বেলা গ্রামবাসীরা দেখতে পায় ওই গোপাল ঠাকুরের মন্দিরের মূল গেটে তালা ভাঙ্গা। গোপাল ঠাকুরের মাথার মুকুট, কানের দুল এবং সোনা রুপোর গহনা সহ সব খুলে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয়। অন্যদিকে,বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি বাড়ি। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। কোন রকমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া আনার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মাদারতলা ঘটনা। গ্যাস অফিসের সন্নিকটে দীপা রুইদাস ও ভরত রুইদাস দুটি ঘর আগুন লেগে যায় শনিবার রাত আটটা নাগাদ। ঘরে থাকা পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে ঘর থেকে বাইরে চলে যায়। কোন রকম ভাবে প্রাণের রক্ষা পায়। ঘরে থাকা জিনিসপত্র সামগ্রিক পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ যায় । দমকল যাওয়ার আগে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র আসবার জিনিস সব পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকল ও হাড়োয়ার পুলিশ আগুন লাগার তদন্ত শুরু করেছে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct