আপনজন ডেস্ক: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার গাজা যুদ্ধের ১০০তম দিনে এই আহ্বান জানিয়েছেন শীর্ষ চীনা কূটনীতিক।কায়রোতে মিসরীয় সমকক্ষ সামেহ শউকরির সঙ্গে এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, ‘১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন, সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জোর দেওয়া প্রয়োজন, যার রাজধানী ছিল পূর্ব জেরুজালেম।’দুই মন্ত্রীর এক যৌথ বিবৃতিতে ‘সকল সহিংসতা, হত্যা ও বেসামরিক এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি জানিয়েছে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল একটি তীব্র সামরিক অভিযান শুরু করে। এতে প্রায় ১ হাজার ১৪০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক।অবরুদ্ধ হামাস-শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজায়, কমপক্ষে ২৩ হাজার ৯৬৮ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু।শোকরি এবং ওয়াং ‘(ইসরায়েলি) দখলদারিত্বের অবসান ও একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায্য, বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে পেতে শান্তির জন্য একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আহ্বান জানিয়েছেন।’গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ডের মাধ্যমে পৃথক করা হয়েছে। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল উভয় অঞ্চলই দখল করে নেয়।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আগে যুদ্ধের সমাধানের জন্য ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ করার আহ্বান করেছেন। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে।ওয়াং বর্তমানে আফ্রিকা অঞ্চল সফরে রয়েছেন। এই সফরের অংশ হিসেবে তিনি টোগো, তিউনিসিয়া ও আইভরি কোস্টেও যাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct