সারিউল ইসলাম, মুর্শিদাবাদ: আপনজন: জানুয়ারি মাস মানেই মুর্শিদাবাদ শহরে আনাগোনা শুরু হয় পর্যটকদের। তার পাশাপাশি সোমবার বাঙালির এক বিশেষ দিন পৌষ পার্বণ। সেই উপলক্ষে ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেস এর সম্মুখে হাওয়া মহলে দুদিনের ‘মিষ্টি মুখে মুর্শিদাবাদ’ নামক অনুষ্ঠানের আয়োজন করা হলো। জেলার পর্যটন নিয়ে কাজ করা একটি সংগঠনের সদস্যরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের বিখ্যাত মিষ্টি যেমন ছানাবড়া, ঝুড়ি দই, রাবড়ি দই, পিঠে-পুলি, নলেন গুড়ের রসগোল্লা সহ বিভিন্ন ধরনের মিষ্টির সম্ভার নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর এই অনুষ্ঠানের সূচনা করেন রবিবার।
রবিবার এবং সোমবার দুদিন এই অনুষ্ঠান হবে বলে জানান উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের রায়গঞ্জ শাখার ডেপুটি সুপারিনটেনডেন্ট ডঃ এম সি যোশী, ছোটো নবাব সৈয়দ রেজা আলী মির্জা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠানের উদ্যোক্তা প্রজ্জল হালদার বলেন, ‘মুর্শিদাবাদের সাধারণ মানুষ তো বটেই পাশাপাশি বাইরে থেকে আগত পর্যটকদের কাছে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী বিখ্যাত মিষ্টি গুলোর পরিচয় করিয়ে দিতেই ওয়াসিফ মঞ্জিলের সামনে আমাদের এই প্রয়াস। পাশাপাশি শীতের মধ্যে পৌষপার্বণ উপলক্ষে পিঠেপুলির বিভিন্ন সম্ভার রাখা হয়েছে এখানে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct