আলম সেখ, কলকাতা: রবিবার আলিয়া সংস্কৃতি সংসদ-এর ব্যবস্থাপনায় ‘রামমোহন রায় ও আমাদের আধুনিকতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের সভাকক্ষে। রাজা রামমোহন রায়কে নিয়ে দীর্ঘ আলোকপাতের মধ্যেই প্রকাশিত হয় অভিজিৎকুমার ঘোষ ও প্রকাশচন্দ্র সরকারে সম্পাদিত বই একুশ শতকের চোখে রামমোহন। বইটি প্রকাশ ও তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন বিশিষ্ট ভাষাবিদ তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার।
এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত ডিজি পঙ্কজ কুমার দত্তের হাত দিয়ে প্রকাশিত হয় স্বপন বসুর সম্পাদিত বই ‘সংবাদ-সাময়িকপত্রে উনিশ শতকের বাঙালি নারী।’ পঙ্কজ কুমার দত্ত বইটির সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে বলেন, আমাকে যদি হাজার বছর সময় দেওয়া হয় তবুও আমি পারব না এই রকম বই লিখতে। ভবিষ্যতে হাজার হাজার ছাত্র ছাত্রী এই বই নিয়ে গবেষণা করবে। স্বপন বসুর লেখা এই বইয়ে কি পরিমাণ পরিশ্রম ও জ্ঞান ব্যয় করা হয়েছে তা ধারণার বাইরে।
তিনি রাজা রামমোহন রায়ের জীবন যাত্রা ও বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে বলেন, রাজা রামমোহন রায় ছিলেন নব্য ভারতের ব্রাহ্ম মুহূর্তের বিরাট পুরুষ। একটা সময় ছিল যখন হিন্দু ধর্ম ছিল ঘৃণিত, যেখানে আর্যদের নামে চলত বর্বর অত্যাচার। যে সময়কালে রাজা রামমোহন রায়ের নিজের বৌদিকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল সতী দাহ প্রথার নামে। রাজা রামমোহন রায় সেই আর্য/ ব্রাহ্মণদের অত্যাচারের রুখে দাঁড়িয়েছিল শপথ নিয়েছিলেন সতী দাহ প্রথা বন্ধ করার। তিনি ১১টি ভাষা জানতেন, জানতেন আরবি ফার্সি ভাষাও। ১৭ বছর বয়সে ছুটে গেছেন বৌদ্ধ ধর্মের সর্ম্পকে জ্ঞান অর্জন করতে, জ্ঞান অর্জন করা ছিল তাঁর পিপাসা। বর্তমান ভারতবর্ষের যেই ঘৃণিত পরিস্থিতি এর বিরুদ্ধেই তৎপর ছিলেন তিনি। শুধু তাই নয় নবাব সিরাজউদ্দৌলার আমলেও এই পরিস্থিতি ছিল না। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন প্রতিটা ধর্ম জাতির হক আদায়ের পক্ষে।
রাজা রামমোহন রায়ের ঐতিহাসিক ভূমিকা পূর্ণাঙ্গ রূপে সংকলন করার চেষ্টা করার জন্য একুশ শতকের চোখে রামমোহন -এর সম্পাদকদের অভিনন্দন জানান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার। তিনি বলেন, রাজা রামমোহন রায় এমনি একজন ব্যক্তি ছিলেন মাত্র কয়েকটা বই দ্বারা তাঁর পূর্ণাঙ্গ বর্ননা করা সম্ভব নয়, এই রকম বই রচিত হতে থাকবে। বর্তমান ভারতবর্ষের জনগণনের মধ্যে যেই বিচ্ছেদের চক্রান্ত চলছে সেটা রামমোহন রায়ের আদর্শের বিরুদ্ধে। আজকে দেশের এই পরিস্থিতিতে আমাদের মনে রাখতে হবে রাজা রামমোহন রায়ের বিচারধারা ছিল সকল জাতি ধর্মকে ঐক্যবদ্ধ রাখা। বক্তব্যের মধ্যেই তিনি রাজা রামমোহন রায়কে নিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে করা গবেষণার প্রশংসা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন পবিত্র সরকার। বই প্রকাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুল্লা। সভায় বক্তব্য রাখেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আমজাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct