নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের ভেতরে গোলকুয়াচক এলাকায় রবিবার ভোররাতে অতর্কিতভাবে জেসিবি নিয়ে প্রবেশ বহিরাগতদের। মুখ কাপড়ে ঢেকে পরপর ভেঙে দেওয়া হল গোলকুয়া চক এলাকার কয়েকটি দোকান। স্থানীয়দের কাছে খবর পেয়ে ছুটে এলো পুলিশ। তবে ততক্ষণে ফেরার জেসিবি সহ অভিযুক্তরা। সকালে ঘটনাস্থলে বিভিন্ন পুলিশ আধিকারিক ও পৌরসভার আধিকারিকেরা। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি করেছেন পৌরপ্রধান সহ ব্যবসায়ীরা।
মেদিনীপুর শহরের গোলকুয়া চক এলাকায় রাস্তার পাশে একটি বড় স্থানে প্রমোটিংয়ের কাজ শুরু হয়েছে।। পাশেই রাস্তার পাশে থাকা বেশ কিছু দোকান উচ্ছেদ নিয়ে মামলা চলছিল। এর মাঝেই রবিবার ভোর সাড়ে তিনটা নাগাদ সেই দোকানগুলি অতর্কিতভাবে ভেঙে ফেলল একদল লোকজন। খবর পেয়ে সেখানে ছুটে এসেছিলেন এক দোকানদার। তাঁর দাবি মুখে কাপড় বেঁধে মুখ ঢেকে জন চল্লিশ বহিরাগত এই দোকান ভাঙার কাজ করেছে। তারা সশস্ত্র অবস্থায় ছিল বলেও দাবি তাদের।
ঘটনার পর রবিবার সকালে সেখানে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ আধিকারিক। মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু ও অন্যান্যরা। ঘটনার তীব্র নিন্দা করেছেন সকলে। স্থানীয়দের বেশিরভাগের দাবি-” জায়গা দখল নিতে প্রোমোটারদের ইশারাতেই এই দুষ্কৃতি হামলা।”
পৌরপ্রধান সৌমেন খান জানান-” কয়েকজনকে চিহ্নিত করা গেছে। আমরা অবিলম্বে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি করেছি। সেই সঙ্গে বেআইনিভাবে বিনা অনুমতিতে এই ভাঙ্গার কাজ করায় জেসিবি গুলিকেও বাজেয়াপ্ত করার দাবি করেছে পুলিশের কাছে।”
ঘটনার জেরে প্রোমোটারদের তান্ডব নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথামিক ভাবে দুজনকে আটক করেছে ৷ এফআইআর করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct