আপনজন ডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতকে ১৫ মার্চের মধ্যে তার দেশ থেকে তাদের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। শনিবার চীন সফর শেষে দেশে ফেরার পরপরই এ নির্দেশ দিলেন তিনি। সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মালদ্বীপে ৮৮ জন ভারতীয় সেনা রয়েছেন।
এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেন, প্রেসিডেন্ট মুইজ্জু আনুষ্ঠানিকভাবে ভারতকে ১৫ মার্চের মধ্যে তাদের সেনা প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এরপর ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবে না। এটা প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এবং এই প্রশাসনের নীতি।
মালদ্বীপ ও ভারত সৈন্য প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কোর গ্রুপ গঠন করেছে। রবিবার সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে এই গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় হাইকমিশনার মুনু মহাওয়ারও উপস্থিত ছিলেন। নাজিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকের এজেন্ডা ছিল ১৫ মার্চের মধ্যে সৈন্য প্রত্যাহারের অনুরোধ।
ভারত সরকার তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি বা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত বছরের ১৭ নভেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন চিনপন্থী নেতা হিসেবে বিবেচিত মুইজ্জু। তিনি ভারতকে তার দেশ থেকে সেনা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলেন, মালদ্বীপের জনগণ তাকে এই অনুরোধ করার জন্য ‘জোরালো ম্যান্ডেট’ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুইজ্জু সরকারের তিন উপমন্ত্রীর আপত্তিকর মন্তব্যের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে বিরোধের মধ্যে ভারতীয় সেনা প্রত্যাহারের অনুরোধ।
চিন থেকে ফেরার পর শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট মুইজ্জু পরোক্ষভাবে ভারতকে আক্রমণ করেন। কোনও দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আমরা ছোট হতে পারি, কিন্তু এটা আপনাকে আমাদের ধমক দেওয়ার লাইসেন্স দেয় না। তিনি অন্যান্য দেশ থেকে প্রয়োজনীয় খাদ্য পণ্য এবং ওষুধ এবং ভোগ্যপণ্য আমদানি নিশ্চিত করা সহ ভারতের উপর দেশের নির্ভরতা হ্রাস করার পরিকল্পনাও ঘোষণা করেন। তিনি বলেন,
আমরা কারো বাড়ির উঠোনে নেই। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct