আপনজন ডেস্ক: গুজরাতের বানসকান্থা জেলায় সরকারি অনুমতি ছাড়া ব্যস্ত রাস্তার পাশে নামাজ পড়ার অভিযোগে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পালনপুর (পশ্চিম) থানার এক আধিকারিক জানিয়েছেন, গত শুক্রবার মহাসড়কে জনবহুল মোড়ের কাছে নামাজের ঘটনা ঘটে। বাচল খান (৩৭) নামে এক ট্রাক চালক পালনপুর শহরের কাছে হাইওয়ের একটি ব্যস্ত মোড়ের পাশে ট্রাক থামিয়ে ‘নামাজ’ আদায় করেন । এরই মধ্যে কেউ একজন ভিডিওটি রেকর্ড করে পোস্ট করলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর পরে পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করে। ভারতীয় দণ্ডবিধির ২৮৩ (জনসমক্ষে বিপদ), ১৮৬ (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া) এবং ১৮৮ (সরকারি কর্মচারীর আদেশ অমান্য করা) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এর আগে গুজরাতের ভাদোদরার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া নিয়ে বিতর্ক হয়েছিল। এর পরেই সুরাটের একটি পার্কে পাবলিক প্লেসে নামাজ পড়ার বিষয়টি নিয়ে আপত্তি ওঠে।
এছাড়া, শুধু গুজরাত নয়, বিজেপি শাসিত আরও রাজ্য উত্তরপ্রদেশে গত জুন মাসে একটি কোচিং ইন্সটিটিউট কাম মাদ্রাসার মধ্যে নামাজ পড়ায় প্রতিবেশী হিন্দুরা আপত্তি করায় গ্রেফতার করা হয়েছিল মাদ্রাসার কর্ণধার মাওলানা শওকাত আলি।
এছাড়া, গত জুলাই মাসে মুজাফফরনগর শহরেরএকটি মসজিদের বাইরে রাস্তায় নামাজ পড়ার অভিযোগে ইমাম মাওলানা নাসিমকে গ্রেফতার করেছিল পুলিশ। রাস্তায় জুমার নামাজ আদায়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আরও ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আয়ুশ বিক্রম সিং জানান, রেহমান মসজিদের ইমামকে ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ধারায় গ্রেফতার করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct