সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: নিলাম না করেই প্রায় লক্ষ লক্ষ টাকার গাছ চুরি , কাঠগড়ায় বাঁকুড়ার কোতুলপুর ব্লকের লাউগ্রাম পঞ্চায়েত । প্রায় লক্ষ লক্ষ টাকার শিরিষ , সোনাঝুরি ও ইউক্যালিপটাস গাছ হাবিস । কাঠগড়ায় বাঁকুড়ার কোতুলপুরের লাউগ্রাম পঞ্চায়েত। সরকারি নিয়ম না মেনে নিলাম না করেই কিভাবে গাছ কাটলো পঞ্চায়েত তা নিয়ে শোরগোল পড়লো বাঁকুড়ার কোতুলপুর ব্লকের লাউগ্রাম পঞ্চায়েতের ছোটপাগলা ও ডিঙ্গাল সহ একাধিক এলাকায় । প্রায় ১২-১৫ বছর আগে বাম আমলে পঞ্চায়েত থেকে লাগানো হয়েছিলো কংসাবতী ক্যানেলের পার বরাবর এই গাছগুলি।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ , কোন রকম পারমিশন ছাড়াই কিভাবে এত পুরনো গাছ কাটতে পারে , অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ।লাউগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার সাঁতরা নিজের মুখে স্বীকার করে বলেন , নিলাম না করেই গাছ চুরি হয়েছে । গাছ চুরির সময় তারা কিছু জানতেনই না । বিডিও বলার পর জানতে পারি । লাউগ্রাম পঞ্চায়েতের ডিঙ্গাল ও ছোট পাগলা ইত্যাদি এলাকায় কোনরকম নিলামি না করেই বিজেপির ছেলেরা গাছ চুরি করেছে এমনটাই তিনি দাবি করেন । বিজেপির দাবি , পঞ্চায়েতের ফান্ডে টাকা জমা না করে নিজেদের ফান্ডে টাকা জমা করছে তৃণমূল । যে কারণে পঞ্চায়েতের নিজস্ব তহবিল দিনের পর দিন কমে চলেছে । বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান , তৃণমূল দল শৃংখলা পরায়ন দল আমাদের দলের কেউ এই ধরনের কাজে লিপ্ত হবে না । আমাদের দল এই ধরনের কাজ বরদাস্ত করবে না , তবে প্রশাসন রয়েছে যদি কিছু হয় তার ব্যবস্থা প্রশাসন করবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct