আপনজন ডেস্ক: এবার উত্তর কোরিয়ায় নজরদারি করতে মহাকাশে উপগ্রহ পাঠালো প্রতিবেশী দেশ জাপান। দেশটির ফ্ল্যাগশিপ এইচ-টু-এ রকেট এই তথ্য সংগ্রহকারী কৃত্রিম গোয়েন্দা উপগ্রহকে সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে।শুক্রবার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এইচ-টু-এ তার বুস্টার রকেট এবং প্রথম-পর্যায়ের ইঞ্জিনটি বিচ্ছিন্ন করে দেয়ার ২০ মিনিট পরে অপটিক্যাল উপগ্রহটিকে তার নির্ধারিত কক্ষপথে স্থাপন করে।আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উপগ্রহটি কয়েকশ কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবীর যেকোনো জায়গার ছবি তুলতে পারে। কার্যত উপগ্রহটি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল পর্যবেক্ষণের মতো গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে।এছাড়া এই কৃত্রিম গোয়েন্দা উপগ্রহটির মাধ্যমে জাপান সরকার ভৌগলিক দুর্যোগের সময় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্যও ব্যবহার করার পরিকল্পনা করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct