এভাবেই প্রেম হয় বুঝি
শিবশঙ্কর দাস
তুমি আকাশ ছুঁয়েছো কখনো?
বাতাসে ভর দিয়ে উড়েছো?
উত্তাল ঢেউয়ের চূঁড়োয় পা দিয়ে
সমুদ্র শাসন করেছো কখনো?
হেঁটেছো কি গহন অরণ্যে একাকী সন্ধ্যায়?
তবে তুমি প্রেমিক নও
প্রেমিকাও হতে পারোনি
বড় জোর স্বামী কিংবা স্ত্রী হয়েছো।
অথচ আমার অবাধ্য আকাঙ্ক্ষা
আমাকে রাতদিন তাড়া করে
ছুট করায় পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে
আমি তাকে বকি শাসন করি
তবু সে আমার কথা শোনে না
সে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বারবার ওই অগম্যে
দাঁড় করিয়ে দেয় সত্য মিথ্যের নোম্যান্স ল্যান্ডে
ক্লান্ত আমি হোঁচট খেলেও ছাড়ে না সে
শেষ পর্যন্ত একদিন সত্যি সত্যিই
আমি চড়ে বসি সেই ঢেউয়ের চূঁড়োয়
যেখানে সব পতঙ্গের মতো অসহায়
কুটোর মত বাঁধনহারা
ঢেউ আসে ঢেউ যায়
ঢেউ আসে ঢেউ যায়
জল ওঠে জল নামে
আমি উঠি আমি নামি
আমি নামি আমি উঠি
উঠতে উঠতে একদিন ছুঁয়ে ফেলি আকাশ,
মস্ত আকাশ
উড়ে যাই দূরন্ত বাতাসে ভর করে
কত দূর কত দূর
গহীন অরণ্যের মায়াবী অন্ধকারে
তখনই কে যেন কানে কানে বলে
বুঝলে, এভাবেই প্রেম হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct